ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চমক দেখালেন ওয়েভার্স

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ আগস্ট ২০১৬

চমক দেখালেন ওয়েভার্স

স্পোর্টস রিপোর্টার ॥ বলা হয়ে থাকে সিমোনা বিলেস এক গ্রহের আর বিশ্বের বাকি মহিলা জিমন্যাস্টরা আরেক গ্রহের। একেবারেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন ১৯ বছর বয়সী মার্কিন জিমন্যাস্ট সম্রাজ্ঞী সিমোন বিলেস। কিন্তু তার আধিপত্য খর্ব হয়ে গেল এবার রিও অলিম্পিকে। মহিলাদের ব্যালান্স বিম ইভেন্টে সামান্য ভুলের খেসারত হিসেবে শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতেছেন বিলেস। আর দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্বর্ণ জিতেছেন হল্যান্ডের ২৪ বছর বয়সী তরুণী স্যানি ওয়েভার্স। একই দিনে পুরুষদের ভল্ট ইভেন্টে স্বর্ণ জিতেছেন উত্তর কোরিয়ার রাই সে-গুয়াং। রিও অলিম্পিকে তিন ইভেন্টে ইতোমধ্যেই স্বর্ণপদক জিতেছেন বিলেন। দলগত ইভেন্টের পর ব্যক্তিগত অল-এরাউন্ড ও ভল্ট ইভেন্টে স্বর্ণপদক জেতেন তিনি। কিন্তু চারটিতে চারটিই জেতার লক্ষ্য ছিল এ জিমন্যাস্টের। গত কয়েক বছর ধরে শৈল্পিক জিমন্যাস্টিকসের সব ইভেন্টেই একক প্রাধান্য ধরে রেখেছেন বিলেস। তাই রিও অলিম্পিকে সবার ধরাছোঁয়ার বাইরে থাকবেন তিনি এমনটাই ছিল প্রত্যাশিত। কিন্তু সেটা হলো না। ভুল করলেন ব্যালান্স বিমে। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং পতন ঠেকাতে তাকে বিম ধরতে হয়েছিল। আর এটার কারণেই স্কোর কমে যায় বিলেসের। সেই সুযোগে নির্ভুল নৈপুণ্য দেখিয়ে তার চেয়ে এগিয়ে যান স্বদেশী লরি হার্নান্দেজ ও ডাচ্ তরুণী ওয়েভার্স। শুধু তাই নয় বড় ব্যবধানেই পিছিয়ে পড়েন তিনি। ১৪.৭৩৩ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ জয় করেন ‘পকেট রকেট’ খ্যাত এ জিমন্যাস্ট সম্রাজ্ঞী। আর ১৫.৪৬৬ স্কোর নিয়ে চ্যাম্পিয়ন হন স্যানি ওয়েভার্স। ১৫.৩৩৩ স্কোর নিয়ে রৌপ্য পান হার্নান্দেজ। তিনি নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে মন কেড়ে নিয়েছেন সবার। ডাচ্ তারকা ওয়েভার্স এবার যে ফেবারিট ছিলেন এমন নয় বিষয়টি। অবশ্য গত বছর গ্লাসগোয় হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপসে রৌপ্য জিতে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছিলেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসেও ব্রোঞ্জ ছিল তার। কিন্তু বিলেসের ভুলে অলিম্পিকে প্রথম পদক জয়ের স্বাদ নিলেন, সেটাও আবার চ্যাম্পিয়ন হিসেবে স্বর্ণ পদক! দারুণ খুশি ওয়েভার্স এবার প্রত্যয় জানালেন চারে-চার স্বর্ণ জয়ের। ফ্লোর এক্সারসাইজ, বিম, অল-এরাউন্ড এবং ভল্ট ইভেন্টে। তিনি বলেন, ‘আমি এখন চারে-চার হতে চাই।’ ১৬ বছর বয়সী কিশোরী হার্নান্দেজের জন্য দারুণ আনন্দের দিন ছিল। এ বছরই তিনি সিনিয়র র‌্যাঙ্কিংয়ের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ করে নিয়েছিলেন। পুরুষদের ভল্টে ১৫.৬৯১ স্কোর নিয়ে স্বর্ণ জয় করেছেন সে-গুয়াং। তার পেছনে থেকে রাশিয়ার ডেনিস এ্যাবলিয়াজিন ১৫.৫১৬ স্কোর নিয়ে রৌপ্য এবং জাপানের কেনজো শিরাই ১৫.৮৩৩ স্কোর নিয়ে ব্রোঞ্জ জয় করেন।
×