ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৪:৪১, ১৭ আগস্ট ২০১৬

টু   ক  রো  খ   ব   র

চার বছরের শিশু ধর্ষণের শিকার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার শিশুটির ডাক্তারি পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। অভিযোগ, উপজেলার কোদালিয়া গ্রামে রবিবার বিকেল ৪টার দিকে মা-বাবা না থাকায় ফাঁকা বাড়ির সামনে খেলা করছিল দুই মেয়েশিশু। এ সময় একজনকে খাবারের লোভ দেখিয়ে রমজান (২০) নামে স্থানীয় লম্পট যুবক শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি দেখে অপর শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে জানায়। পরে উক্ত শিশুটির মা (ভিকটিমের চাচি) ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মামলা হলে লম্পট রমজান পালিয়ে যায়। বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার দুই স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী র‌্যাবের রেলওয়ে কলোনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১৫৫ কেজি গাঁজাসহ উত্তরাঞ্চলের আন্তঃজেলা দুই ‘মাদক ডিলারকে’ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে জেলার মোহনপুর উপজেলার ট্যামা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো, পবা উপজেলার তুরাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে শামসুল আলম ও মোহনপুরের বেড়বাড়ি এলাকার শামসুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম। এ সময় এদের কাছ থেকে ১৫৫ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৩২৫ টাকা উদ্ধার করা হয়। চাঁদপুরে খুনের দায়ে যুবকের মৃত্যুদ- নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৬ আগস্ট ॥ ফরিদগঞ্জ উপজেলায় টাকা লেনদেনকে কেন্দ্র করে রাজু (২৫) নামে যুবককে খুনের দায়ে আরিফ মিজিকে (২৮) মৃত্যুদ- ও একলাখ টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় প্রদান করেন। মৃত্যদ-প্রাপ্ত আরিফ মিজি উপজেলার আইটপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। বর্তমানে সে কারাগারে রয়েছে। জানা যায়, ২০১৫ সালের ১২ ডিসেম্বর সকালে নিহত রাজুদের এলাকায় এক হাজার টাকা লেনদেন নিয়ে রাজুর সঙ্গে আসামির বাকবিত-া হয়। একপর্যায়ে আরিফ রাজুকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয়ে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৬ আগষ্ট ॥ আমতলী থানা পুলিশ সোমবার রাতে সাজাপ্রাপ্ত আসামি মদীনা ফ্যাশনের মালিক নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে। জানা গেছে, আমতলী পৌর শহরের সদর রোডের মদীনা ফ্যাশনের মালিক নাসিরউদ্দিনের বিরুদ্ধে বরগুনা দায়রা জজ আদালতে ২০১৪ সালে একটি মামলা হয়। ওই মামলায় বিজ্ঞ বিচারক তিনমাসের সাজা ও একলাখ ১০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেছেন। আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। মঙ্গলবার সকালে পুলিশ সাজাপ্রাপ্ত আসামি নাসিরউদ্দিনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে সোপর্দ করেছে। কারেন্ট জালসহ ট্রলার জব্দ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৬ আগস্ট ॥ ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় একটি ট্রলার করলেও কাউকে আটক করতে পারেনি। মঙ্গলবার দুপুরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে ভোলার ইলিশা বঙ্গের চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালায়। এ সময় মুন্সীগঞ্জ থেকে আসা একটি ট্রলারকে ধাওয়া করে। এক পর্যায়ে ট্রলার ফেলে চরের ভেতরে ট্রলারের লোকজন পালিয়ে যায়। পরে ওই ট্রলার থেকে নতুন প্রায় ১০ লাখ মিটার প্যাকেট করা অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। নরসিংদীতে ছাত্রী হত্যার দায়ে একজনের ফাঁসি নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৬ আগস্ট ॥ ঘোড়াশাল ইউরিয়া সারকারখানা স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী মাইশা মাহজাবিন আদিবা (১৪) হত্যা মামলার আসামি মিজানুর রহমান মিজানকে (২৮) ফাঁসির রায় প্রদান করেছে আদালত। নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন মঙ্গলবার দুপুর ২টায় এ রায় প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ঘোড়াশাল সারকারখানার বিক্রয় শাখার অফিস সহকারী মাহমুদ আলমগীরের একমাত্র কন্যা ঘোড়াশাল ইউরিয়া সারকারখানা স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী মাইশা মাহজাবিন আদিবাকে ২৬ জানুয়ারি ২০১২ ঘরে একা পেয়ে পার্শ্ববর্তী বাসার আত্মীয় মিজানুর রহমান মিজান তাকে গলা কেটে হত্যা করে লাশ বাথরুমে ফেলে রাখে এবং আলমারি ভেঙ্গে ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ টাকা লুটে নেয়। চট্টগ্রামে চার ছিনতাইকারি গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রাইভেটকারসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৭ সদস্যরা। সোমবার গভীর রাতে নগরীর আগ্রবাদ হোটেলের সামনে এ অভিযান চালানো হয়। র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ হোটেলের সামনে অভিযান চালানো হয়। ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে চার জনের একটি দল অপেক্ষা করছিল সেখানে। পরে র‌্যাব সদস্যরা আগ্রাবাদ হোটেলের সামনে রাস্তায় চেকপোস্ট বসিয়ে একটি সুজুকি মারুতি প্রাইভেটকারকে সিগন্যাল দিলে সেটি পালিয়ে যাবার চেষ্টা করে। পালানোর সময় চালক সিরাজকে আটক করে র‌্যাব। সে হলিভিউ আবাসিক এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে। এছাড়া গাড়িতে থাকা অপর সদস্যরা হলো বাঁশখালির শাহ আলমের ছেলে মোঃ মানিক, কুমিল্লার দাউদকান্দির আমির হোসেনের ছেলে মোঃ আল আমিন ও খুলশীর ওয়ারলেস এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ৪টি ককটেল, একটি চাপাতি ও ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়। যা মামলার আলামত হিসেবে ডবলমুরিং থানায় জমা রাখা হয়েছে। অবৈধ বিদ্যুত সংযোগ দিতে গিয়ে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৬ আগস্ট ॥ জুয়েল মিয়া (১৮) নামে এক পাওয়ারলুম শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। সদর উপজেলার দক্ষিণাঞ্চল বথুয়াদি গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের আলী হোসেন মিয়ার মালিকানাধীন পাওয়ারলুম কারখানায় একই গ্রামের জুয়েল মিয়া শ্রমিকের কাজ করত। ঘটনার দিন রাতে কারখানার মালিকের নির্দেশে বৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে অবৈধ লাইন লাগানোর সময় সে বিদ্যুতস্পৃষ্টে মারা জান। এলাকাবাসীরা জানায়, দিনে বৈধ সংযোগ এবং রাতে অবৈধ বিদ্যুত সংযোগে কারখানাটি চালানো হতো। ঘটনার পর পর নিহতের পরিবার ও মাধবদী থানা পুলিশের সঙ্গে আপোসের মাধ্যমে প্রশাসনের অনুমতি ছাড়াই লাশ রাতের বেলায় তড়িগড়ি করে দাফন করা হয়েছে। খাল উন্মুক্ত করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কলিমাখালী সরকারী খালটি পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত করে স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে এলাকাবাসীকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আশাশুনির উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ওপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর অভিযোগ, শ্রীউলা ইউনিয়নের কয়েক হাজার পরিবার ও হাজার হাজার বিঘা মৎস্য ঘেরের পানি নিষ্কাশনের একমাত্র পথ কলিমাখালির এই সরকারী খাল। অথচ খালের ওপর বেড়িবাঁধ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়ে মাছ চাষ করা হচ্ছে। স্থানীয় জনৈক কামাল ও তার সহযোগী প্রিন্স ঘের করায় গোটা শ্রীউলা ইউনিয়নে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কলিমাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুতোষ ম-ল, আশরাফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব, ঘের ব্যবসায়ী আবুল হোসেন, রুহুল আমিন সর্দার প্রমুখ। অস্ত্রসহ আটক এক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুর থেকে পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। তার নাম শংকর সাহা। সে বরমী পাঠানপাড়া এলাকার মৃত রমেশ সাহার ছেলে। গাজীপুর পুলিশ সুপার তার কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে জানান, সোমবার রাত ১০টার দিকে শ্রীপুর উপজেলার বরমীর পাঠানটেক এলাকায় চুন্নী বাবু অটোরাইস মিলে অভিযান চালান হয়। এ সময় আমেরিকার তৈরি একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন ও একটি মোবাইল ফোনসহ রাইস মিলের ব্যবস্থাপক শংকর সাহাকে আটক করা হয়। বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মঙ্গলবার জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল নোয়াগ্রাম এলাকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। তার নাম ময়ুব আলী (৬৫)। সুলতানপুর ইউপির গঙ্গাজল নোয়াগ্রাম এলাকায় একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী বার বার বিষয়টি জকিগঞ্জ পল্লী বিদ্যুত অফিসকে অবহিত করলেও তারা কর্ণপাত করেনি। নোয়াগ্রামের তুতিউর রহমান জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ হারান।
×