ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্কুলমাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩৮, ১৭ আগস্ট ২০১৬

স্কুলমাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১৬ আগস্ট ॥ দুর্গাপুর পৌরসভায় বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গারো ব্যাপ্টিস্ট কনভেনশান (জিবিসি) পরিচালিত স্কুলের খেলার মাঠটির মধ্য দিয়ে সোমেশ্বরী নদীর বালু বহনকারী প্রায় ৫ শতাধিক ট্রাক চলাচল করে আসছে। ফলে স্কুলগামী শিক্ষার্থীদের চলাফেরা ও খেলাধুলা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ একাধিক মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল উর্ধতন কর্তৃপক্ষের নিকট বারবার অভিযোগ দায়ের করেও এখন পর্যন্ত এর কোন প্রতিকার পায়নি। এরই প্রতিবাদে বিরিশিরি স্কুলের শিক্ষক শিক্ষার্থী উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঘণ্টাব্যাপী এক মানববন্ধন করে। ওই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি দুর্গাপুর শাখার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ইয়াহিয়া, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, এসএমসির সভাপতি সহকারী অধ্যাপক সমরেন্দ্র রিছিল, প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, সুরভী মান্দা, রুমন রাংসা, সরাফত হোসেন, শিক্ষক খলিলুর রহমান,আতাউর রহমান চুন্নু, জিবিসি সদস্য সুরঞ্জন দিব্রা, মায়া মান্দা প্রমুখ। পাঁচ পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ না’গঞ্জে সাত খুন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৬ আগস্ট ॥ আলোচিত সাত খুনের দুটি মামলায় নতুন করে আরও পাঁচ পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ২২ আগস্ট ধার্য করেছে। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এমএম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, সকাল সাড়ে নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত তৎকালীন দেশের বিভিন্ন থানায় পুলিশ বিভাগে কর্মরত এসআই আবদুল আউয়াল, এসআই আবুল খায়ের, এসআই মহিবুল্লাহ, এসআই হারুন মিয়া এবং এএসআই আতাউর রহমানের সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। দুর্বৃত্ত গ্রেফতার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৬ আগস্ট ॥ এসসিআই সীড কোম্পানির মার্কেটিং অফিসারকে রড দিয়ে পিটিয়ে মুখ থেঁতলে দিয়ে দাঁত ভেঙ্গে দেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট বীজ ও কীটনাশক অফিসার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, আলম সীড এ্যান্ড ফার্টিলাইজার শপ নামের দোকানের মালিক গফুর মোল্লা ও তার পুত্র মিন্টু মোল্লা শনিবার সন্ধ্যায় এসিআই সীড কোম্পানির মাকেটিং অফিসার আলমগীর হোসেনকে রড় দিয়ে পিটিয়ে মুখ থেঁতলে দেয়। ইয়াবাসহ আটক দুই স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে পৃথক অভিযানে ২৬শ’ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল ও নগদ টাকাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা। সোমবার রাতে শহরের মুজিব সড়কের মারোয়ারীপট্টি ও তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেনÑ সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া গ্রামের মোস্তফা কামাল, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার জুমাইনগর গ্রামের নাজমুল হোসেন। মুন্সীগঞ্জে ভেজাল বিরোধী অভিযান স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মঙ্গলবার ভেজালবিরোধী অভিযান হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে এ অভিযানে একটি ওষুধের দোকান এবং দুটি হোটেলকে জরিমানা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্বদানকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক তাহমিনা বেগম জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে বাজারটির ন্যাচারল ফার্মাকে পাঁচ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে হোটেল বাণী এবং হোটেল তৃপ্তিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
×