ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ০৪:৩৬, ১৭ আগস্ট ২০১৬

প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ আগষ্ট ॥ ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় আওয়ামী লীগ নেতা বেনজীর আহম্মেদকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে। সোমবার সকাল ৭টায় স্কুলের অফিসের দরজার নিচে ডাক বিভাগের সিলমারা একটি খাম পড়ে থাকতে দেখে তিনি তা তুলে নেন। ওই চিঠির মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত জেএমবির পক্ষ থেকে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। খামের ওপর লেখা ছিল, ‘যদি পার নিজেকে রক্ষা কর, সময় আছে ভাল হও। শোকে শোক, দুঃখে দুঃখ, সাবধান! শেফ ফর ইউ। যদি না পার তাহলে ১৪ থেকে ১৬ আগষ্ট লাশ’। চিঠির ভেতরে লেখা আরবিতে আল্লাহু তোমরা ভাল হয়ে যাও। হে কাফেররা তোমাদের আমরা ভাল পথে এক আল্লাহর পথে ডাকছি, তোমরা ভাল হও। এসব কি তোমাকে জান্নাত দিবে? নয় তো জীবন দাও। ‘আল্লাহু আকবার’। চিঠিতে মৃত্যু, লাশ ইত্যাদি এবং শেষে কিছুটা আর্ট করা ইংরেজীতে জেএমবি লেখা রয়েছে। খুলনায় চাঁদাবাজি মামলায় এসআইসহ গ্রেফতার ৫ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কৌশলে ফাঁদে ফেলে চাঁদাবাজি করার অভিযোগে দায়েরকৃত দুইটি মামলায় খুলনা মহানগরীর নিরালা পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে- নগরীর সোনাডাঙ্গা এলাকার স্বপ্না আক্তার ওরফে রুনা, নিরালা আবাসিক এলাকার সীমা, একই এলাকার রাজু শেখ ও নগরীর গুলশান হোটেলের গ্রাহক আব্দুল হামিদ। সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারের পর এসআই সোহেল রানা অসুস্থ হয়ে পড়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম একথা জানান। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, আটক পাঁচজন পারস্পরিক যোগসাজসে গত রবিবার দুপুরে রমজান আলী নামে একজনকে ডেকে নিয়ে যায় নগরীর নিরালা আবাসিক এলাকার একটি বাড়িতে। পরে কৌশলে ওই বাড়ির একটি কক্ষে তাকে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। কিছুক্ষণ পর নিরালা ফাঁড়ির এসআই সোহেল রানাসহ আসামিরা ঘরে ঢুকে ওই ব্যক্তিকে মারধর করে।
×