ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রোঞ্জ জিতেও ইতিহাস রোবলেসের

প্রকাশিত: ০৬:২৬, ১৬ আগস্ট ২০১৬

ব্রোঞ্জ জিতেও ইতিহাস রোবলেসের

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রোঞ্জপদক জিতেও ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের ভারোত্তোলক সারাহ রোবলেস। রিও অলিম্পিকে মেয়েদের ভারোত্তোলনে +৭৫ কেজি ওজন শ্রেণীতে তৃতীয় হন ২৮ বছর বয়সী এই ভারোত্তোলক। এর মধ্য দিয়ে ১৬ বছর পর ভারোত্তোলন থেকে পদক পেল অলিম্পিক ইতিহাসের সেরা সাফল্যের দেশ য্ক্তুরাষ্ট্র। এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন চীনের মেং সুপিং। রৌপ্যপদক জিতেছেন উত্তর কোরিয়ার কিম কুক হায়াংক। স্ন্যাচ ও ক্লিন এ্যান্ড জার্ক মিলিয়ে ৩০৬ কোজি তোলা কিমকে টপকাতে ক্লিন এ্যান্ড জার্কে ১৭৭ কেজি তুলতে হতো মেংকে। ওই ওজন সফলভাবে তুলে চীনকে রিও অলিম্পিকে ভারোত্তোলনের পঞ্চম স্বর্ণপদক এনে দেন ২৭ বছর বয়সী এই এ্যাথলেট। এ শতাব্দীতে হওয়া পাঁচ অলিম্পিকে ভারোত্তোলন থেকে এ নিয়ে ২৮টি পদক পেল এশিয়ার গর্ব চীন। ২০০০ সালের অলিম্পিকের ভারোত্তোলনে মেয়েরা অংশ নেয়ার পর থেকে আধিপত্য দেখিয়ে চলেছে দেশটি। রিওসহ গত পাঁচ আসরে কোনবারই ভারোত্তোলন থেকে পাঁচটার কম সোনা জেতেনি চীন। স্ন্যাচ ও ক্লিন এ্যান্ড জার্ক মিলিয়ে ২৮৬ কেজি তুলে ব্রোঞ্জ জিতেন সারাহ রোবলেস। ২০০০ সালের পর ভারোত্তোলন থেকে এই প্রথম পদক পেয়েছে যুক্তরাষ্ট্র। সঙ্গত কারণেই এই সাফল্যে উচ্ছ্বাসে ভাসছেন রোবলেস।
×