ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে দুই বাংলাদেশী হত্যায় সন্দেহভাজন ব্যক্তি আটক

প্রকাশিত: ০৫:৫৬, ১৬ আগস্ট ২০১৬

নিউইয়র্কে দুই বাংলাদেশী হত্যায় সন্দেহভাজন ব্যক্তি আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মসজিদ থেকে ফেরার পথে ইমামসহ দুই বাংলাদেশীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে খবর এসেছে। নাম প্রকাশ না করে এক সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ খবরটি দিয়েছে। একজন সম্ভাব্য সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে পুলিশের একজন মুখপাত্র খবরটি নিশ্চিত করতে পারেননি। খবর ওয়েসবাইটের। স্থানীয় সময় শনিবার ১টা ৫০ মিনিটে কুইন্সের ওজনপার্ক এলাকায় এক ব্যক্তি পেছন থেকে এসে তাদের মাথায় খুব কাছ থেকে গুলি করে বলে পুলিশ বলছে। আহতাবস্থায় রাস্তায় পড়ে থাকা আল ফোরকান জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ও তার প্রতিবেশী থেরাউদ্দিনকে (৬৪) হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। ঘটনার পর অস্ত্র হাতে একজনকে দ্রুত ওই এলাকা ত্যাগ করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। সিসিটিভির ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কমিউনিটি লিডার মিসবাহ আবদিন বলেন, ওজনপার্কের লিবার্টি এ্যাভিনিউ ও ৭৯ স্ট্রিটে নীল রঙের শার্ট ও হাফপ্যান্ট পরা দীর্ঘকায় এক ২৭-২৮ বছরের যুবক খুব কাছ থেকে বন্দুক তাক করে পরপর পাঁচ রাউন্ড গুলি করে। তার পর সে দৌড়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীর বিবরণ ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুই বাংলাদেশীর সম্ভাব্য ঘাতকের স্কেচ প্রকাশ করে তার সম্পর্কে তথ্য চেয়েছে নিউইয়র্ক পুলিশ। এ হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে এবং তা ধর্মীয় বিদ্বেষ থেকে ঘটানো হয়েছে কি-না সে বিষয়ে পুলিশ নিশ্চিত না হলেও প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ গুলির ঘটনাকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে গণ্য করার দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশীসহ এলাকাবাসী। নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর হেনরি সটনার ঘটনাস্থলে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, প্রকাশ্য দিবালোকে এমন পরিস্থিতি সত্যি উদ্বেগের বিষয়। এটি হেট ক্রাইম কি-না তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আলাউদ্দিনের ছোট ভাই মাশুকউদ্দিন বলেন, মসজিদ থেকে হাঁটা পথে ৭-৮ মিনিট দূরত্বে এক বাড়িতে তার ভাই থাকতেন। পাশেই থেরাউদ্দিনের বাসা। দুপুরে যোহরের নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে তারা খুন হন। এর আগে একই এলাকায় ২০০২ সালের ১১ আগস্ট হিসপানিক দুই যুবকের হামলায় বাংলাদেশী আলোকচিত্রী মিজানুর রহমানের মৃত্যু হয়। এক যুগ পর কাছাকাছি এলাকায় ২০১৪ সালের ৯ জুলাই ভোরে খুন হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল ইসলাম (৫৭)। মিজানের ঘাতকদের দীর্ঘমেয়াদী সাজা হয়েছে। আর নজমুল হত্যায় জড়িত দুই যুবকের বিচার চলছে কুইন্স ক্রিমিনাল কোর্টে।
×