ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শোক দিবসের আমন্ত্রণপত্রে অবজ্ঞা অবহেলা

প্রকাশিত: ০৫:৩৯, ১৫ আগস্ট ২০১৬

শোক দিবসের আমন্ত্রণপত্রে অবজ্ঞা অবহেলা

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ জামায়াতের নেতা প্রতিষ্ঠানের সুপার বলেই কি জাতীয় শোক দিবস কর্মসূচীর আয়োজনে আমন্ত্রণপত্রে ‘বঙ্গবন্ধুর’ প্রতি অবমাননা ও অবজ্ঞা করা হয়েছে? এমন প্রশ্ন স্থানীয়দের। এছাড়া মাদ্রাসা ভবনের নিচে বেশ কিছু অংশে মুক্তিযুদ্ধের শহীদদের গণকবর রয়েছে। দিবসটির তাৎপর্য ও বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা ও অবমাননা করে ছাপানো আমন্ত্রণপত্রে প্রধান আলোচক হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফার অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। তিনি অনুষ্ঠানে না যাবার কথা জানিয়েছেন। রবিবার ও আজ সোমবার দুই দিনব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচী গ্রহণ করে আমন্ত্রণপত্র বিলি করে শহরের কবিতা সরণীতে অবস্থিত ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ। অধ্যক্ষ জেলা জামায়াতের সাবেক রোকন মাওলানা জাফরুল্লাহ নূরী। জাতীয় শোক দিবস পালনের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে শোকাবহ দিবসের তাৎপর্যম-িত আবহ বা উপস্থাপন নেই। পত্রটি দেখলে যে কেউ মনে করবে, হয়ত কোন সাধারণ মানুষের জন্মদিন, বিয়ে বা মেহেদী সন্ধ্যার মতো আনন্দানুষ্ঠানের আমন্ত্রণপত্র। এতে বঙ্গবন্ধু ও দিবসটির প্রতি পরিকল্পিতভাবে অবজ্ঞা করা হয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
×