ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অলিম্পিক পুরুষ ফুটবল, শেষ চারে মুখোমুখি ব্রাজিল-হন্ডুরাস ও নাইজিরিয়া-জার্মানি

নেইমার জাদু, সেমিফাইনালে ব্রাজিল

প্রকাশিত: ০৫:৩৭, ১৫ আগস্ট ২০১৬

নেইমার জাদু, সেমিফাইনালে ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে জ্বলে উঠলেন নেইমার। তারকা এই ফরোয়ার্ডের দুর্দান্ত নৈপুণ্যে রিও অলিম্পিকে পুরুষ ফুটবলের সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল। বাংলাদেশ সময় রবিবার সকালে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ব্রাজিল ২-০ গোলে পরাজিত করে কলম্বিয়াকে। সেলেসাওদের হয়ে গোল দুটি করেন অধিনায়ক নেইমার ও লুয়ান ভিয়েইরা। সেমিফাইনাল নিশ্চিত করেছে হন্ডুরাস, নাইজিরিয়া ও জার্মানি। শেষ আটের অন্য ম্যাচে ফেবারিট পর্তুগালকে ৪-০ গোলে উড়িয়ে দেয় জার্মানি, ডেনমার্কের বিপক্ষে ২-০ গোলের জয় পায় সুপার ঈগলস খ্যাত নাইজিরিয়া। আর্জেন্টিনাকে বিদায় করে চমক দেখানো হন্ডুরাস ১-০ গোলে হারায় এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াকে। ফাইনালের টিকেট পাওয়ার মিশনে সেমিতে মুখোমুখি হবে ব্রাজিল-হন্ডুরাস ও নাইজিরিয়া-জার্মানি। ১৭ আগস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সাওপাওলোতে কলম্বিয়ার বিপক্ষে দাপুটে ফুটবল খেলেই জয় পায় ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটে সেলেসাওদের হয়ে প্রথম গোলটি করেন নেইমার অসাধারণ ফ্রিকিক থেকে। ৮৩ মিনিটে দলের দ্বিতীয় গোলটিরও নেপথ্য কারিগর বার্সিলোনা তারকা। তার পাস থেকে বল পেয়েই সেটা জালে জড়ান লুয়ান। ২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। ২০১৫ সালের কোপা আমেরিকাতেও নেইমারকে হতাশ হতে হয়েছিল কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। সেবার প্রতিপক্ষের এক খেলোয়াড়কে আঘাত করে লালকার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলিয়ান অধিনায়ক। পেয়েছিলেন চার ম্যাচের নিষেধাজ্ঞা। এবার অলিম্পিকেও একবার মেজাজ হারিয়ে ছিলেন নেইমার। প্রথমার্ধের শেষ পর্যায়ে ঝগড়া করেন প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে। এবার অবশ্য হলুদ কার্ড দেখেই পার পেয়ে গেছেন নেইমার। গ্রুপ পর্বের ম্যাচে খুব একটা সুবিধা করেন পারেনি ব্রাজিল। নেইমারও ছিলেন অনুজ্জ্বল। যে কারণে দুয়ো শুনতে হয়েছে তাকে। তাই তো ক্ষুব্ধ সমর্থকরা ব্রাজিলের ১০ নম্বর জার্সির ওপর নেইমারের নাম কেটে বসিয়ে দিয়েছিল মহিলা ফুটবলার মার্তার নাম। তারা বার্তা দিয়েছিল, নেইমার তুমি ১০ নম্বর মর্যাদা রাখছ না। বিষয়টা মোটেও ভাল লাগার কথা নয় নেইমারের। যে কারণে শেষ আটে জ্বলে উঠলেন। নিজে খেললেন, দলকেও খেলালেন। এখন আর মাত্র দুটি জয়ের অপেক্ষা। তাহলেই অলিম্পিক ফুটবলে ব্রাজিলের অধরা স্বর্ণপদক জুটে যাবে। ম্যাচ শেষে ব্রাজিল কোচ মিকেলে ও অধিনায়ক নেইমার দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের দৃষ্টি এখন সেমিফাইনাল।
×