ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাড়ি চোর চক্রের সাত সদস্য পাকড়াও

প্রকাশিত: ০৮:২৯, ১৪ আগস্ট ২০১৬

গাড়ি চোর চক্রের সাত সদস্য পাকড়াও

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাতদল ও সংঘবদ্ধ গাড়ি চোরাকারবারি চক্রের ৭ সদস্য ধরা পড়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও চোরাই গাড়ি। গ্রেফতারকৃতরা হল-মিজান মিয়া, আজহারুল ইসলাম, ইসমাইল, মজনু মিয়া, আব্দুর রশিদ, তরিকুল ও আব্দুল হালিম। র‌্যাব জানতে পারে, গাড়ি চোর চক্রের সদস্যরা একটি মাইক্রোবাস কেরানীগঞ্জ থেকে বেড়িবাঁধ হয়ে সাভারের হেমায়েতপুর নিয়ে বিক্রি করবে। এটা নিশ্চিত হয়েই শুক্রবার রাতে অভিযান চালানো হয়। গাড়িটি ধরতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের পাশে সড়কে একটি বিশেষ তল্লাশি চৌকি বসায় র‌্যাব। আর তাতেই ধরা পড়ে গাড়িটি। এ সম্পর্কে র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, রাত পৌনে ৩টার দিকে একটি মাইক্রোবাস চেকপোস্ট পার হওয়ার সময় র‌্যাব সদস্যরা গাড়ির কাগজপত্র দেখতে চাইলে ড্রাইভার গাড়ির দ্বিতীয় আসনে বসা এক লোককে দেখিয়ে পালানোর চেষ্টা করে। ওই মাইক্রোবাসটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা তল্লাশি চালালে মিজান, আজহারুল ও ইসমাইল একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার হন। তাদের দেয়া তথ্যে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের গজনবী রোডে অভিযান চালিয়ে আরও একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার উদ্ধার এবং দুজনকে গ্রেফতার করা হয়। এ চক্রটিই গাড়ি ছিনতাই করার পর বিভিন্ন অপরাধে লিপ্ত হয়। চোরাই গাড়ি কেটে খুচরা যন্ত্রাংশ রাজধানীর ধোলাইখালসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। মাইক্রোবাসগুলো কেটে লেগুনা তৈরি করে মফঃস্বল এলাকায় চালানোর জন্য ক্রেতাদের নিকট বিক্রি করে। এ ছাড়াও কখনও কখনও কৌশলে এই চক্রের সদস্যরা চোরাই গাড়ীর মালিকদের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোনের মাধ্যমে মুক্তিপণ আদায় করে।
×