ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিক

অনায়াসেই হিটে জিতে সেমিতে গতিদানব বোল্ট

প্রকাশিত: ০৮:২৪, ১৪ আগস্ট ২০১৬

অনায়াসেই হিটে জিতে সেমিতে গতিদানব বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান রিও অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে ১০০ মিটার স্প্রিন্ট। আর এই ইভেন্টে সবচেয়ে হট ফেভারিট যে জ্যামাইকান গতিদানব উসাইন বোল্ট, সেটা বোধকরি ভেঙ্গে বলবার দরকার নেই। গত দুই অলিম্পিকে বোল্ট এই ইভেন্টে হয়েছিলেন বিশ^সেরা, জিতেছিলেন স্বর্ণপদক। ২৯ বছর বয়সী বোল্ট আগেই জানিয়েছিলেন, এটাই তার শেষ অলিম্পিক। ফলে স্বভাবতই ক্রীড়াপ্রেমীদের কৌতূহল- বোল্ট কি পারবেন তার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখতে? এর উত্তর বোল্ট একেবারে দিতে পারবেন না। দিতে হবে ধাপে ধাপে? হিটে অংশ নিয়ে সেমিফাইনালে, তারপর ফাইনালে উঠে সেখানে জিততে হবে তাকে। আপাতত প্রথম পরীক্ষায় পাস তিনি। বাংলাদেশ সময় শনিবার রাতে রিও ট্র্যাকে নামেন বোল্ট। সাত নম্বর হিটে অংশ নেন। এবং প্রত্যাশামতোই প্রথম স্থান অধিকার করেন। টাইমিং ছিল ১০.০৭ সেকেন্ড। দৌড়ের সময় আগের স্টাইলেই তিনি অন্যদের চেয়ে পিছিয়ে ছিলেন ৩০-৪০ মিটার। পরে শেষের ৫০ মিটারে বিদ্যুতবেগে গতি বাড়িয়ে পেছনে ফেলে দেন সবাইকে।
×