ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানুষের মতো দাঁত

প্রকাশিত: ০৬:০২, ১৪ আগস্ট ২০১৬

মানুষের মতো দাঁত

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি লেকে মানুষের মতো দাঁত ও অ-কোষওয়ালা মাছের সন্ধান পাওয়া গেছে। মাছটি পিরানহার কাছাকাছি কোন প্রজাতির হলেও মানুষের মতো দাঁত ও অ-কোষ দেখে বিজ্ঞানীরা প্রথমে চমকে ওঠেন। কারণ, এ জাতীয় মাছ আগে কখনও দেখা যায়নি। প্রাথমিকভাবে মাছটির নাম পাকু বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অদ্ভুত আকৃতির এই মাছটি সর্বভুক। মাছটির প্রধান খাবার বাদাম। কড়কড় শব্দ করে এই মাছ বাদাম, ফলমূলসহ অন্যান্য খাবার মানুষের মতোই চিবিয়ে খায়। মাছটি লম্বায় ৩ ফুট। ওজন ৫৫ কেজি। মাছটি পর্যবেক্ষণের পর মিশিগানের ন্যাচারাল রিসোর্স ডিপার্টমেন্টের গবেষকরা বলেছেন, মাছটির দাঁত ও অ-কোষ মানুষের মতোই। কিন্তু এটি মানুষের মতো নম্র স্বভাবের নয়। এটির আচরণ হিংস্র। এই ধরনের প্রাণী জীব বৈচিত্যের জন্য হুমকি। মিশিগানের ন্যাচারাল রিসোর্স ডিপার্টমেন্টের জলজ প্রজাতি ও রেগুলেটরি এ্যাফেয়ার্স ইউনিটের প্রধান নিক পোপফ বলেন, কৃত্রিম পরিবেশে এই মাছটিকে বেশিদিন বাঁচিয়ে রাখা কষ্টকর। তিনি বলেন, এ জাতীয় মাছ পানিতে থাকলে অন্যান্য মাছের মধ্যে নতুন রোগ ছড়াতে পারে। মাছের মানুষের মতো দাঁত ও অ-কোষ রয়েছে বিষয়টি তামাসার মতোই মনে হয়েছিল বলে জানান প্রফেসর পিটার রাস্ক মলার। তিনি বলেন, তবে দেখার পর আমার ভুল ভাঙে। এ সময় লেকটিতে শক্ত সুইমস্যুট পরে সাঁতরানোর অনুরোধ করেন তিনি। কারণ, এই মাছ মানুষকে কামড়ালে বড় ধরনের ক্ষতি হতে পারে। পাশাপাশি সাঁতারুকে আরও আঁটসাঁট অন্তর্বাস পরার পরামর্শ দিয়েছেন তিনি। উদাহরণ হিসেবে প্রফেসর পিটার রাস্ক মলার বলেন, পাপুয়া নিউগিনিতে একবার বল কাটার নামের এক ধরনের মাছ এক সাঁতারুর অ-কোষে কামড় বসিয়েছিল। এতে ওই সাঁতারুকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।-ইন্ডিপেনডেন্ট অবলম্বনে।
×