ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্রেনের পরিচালকসহ ৩ জনের ওপর হামলা ॥ ২ জিআরপি সদস্য সাসপেন্ড

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ আগস্ট ২০১৬

ট্রেনের পরিচালকসহ ৩ জনের ওপর হামলা ॥ ২ জিআরপি  সদস্য সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের পরিচালকসহ তিনজন রেল পুলিশের (জিআরপি) হামলার শিকার হয়েছেন। শুক্রবার ভোর চারটার দিকে ঢাকা থেকে রাজশাহী যাবার পথে পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশন পার হওয়ার পর চলন্ত ট্রেনে এ হামলার ঘটনা ঘটে। এতে আধাঘণ্টা দেরিতে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে। এ ঘটনার প্রতিবাদে ভোরে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেছে ট্রেনের টিটিইরা (ট্র্যাভেলিং টিকেট এক্সামিনার)। তারা সকাল সাড়ে সাতটায় ঢাকামুখী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ছাড়তেও অস্বীকৃতি জানান। তাৎক্ষণিকভাবে রাজশাহী জিআরপি (গবার্মেন্ট রেলওয়ে পুলিশ) থানার হাবিলদার গাজিউর রহমান ও কনস্টেবল আবদুল হামিদকে সাসপেন্ড করা হলে পরিস্থিতি শান্ত হয়। এ অবস্থায় ১৫ মিনিটি দেরিতে সকাল ৭টা ৪৫ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রাজশাহী স্টেশন ছেড়ে যায়। এছাড়া বিক্ষোভের কারণে এক ঘণ্টা বিলম্বে রাজশাহী ছাড়ে রাজবাড়ীগামী আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস। এতে শুক্রবার ছুটির দিন সকালে হঠাৎ করেই ট্রেনের সাধারণ যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়। হামলার শিকার পদ্মা এক্সপ্রেস ট্রেনের পরিচালক ফারুক হোসেন বলেন, ট্রেনের মধ্যে বিনা টিকিটের যাত্রীরা এই হামলা চালিয়েছে। এ সময় জিআরপি পুলিশও হামলাকারীদের হয়ে তাদের লাঞ্ছিত করে। এ ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিটিই ওয়ালিউল্লাহ বাবু ও ট্রেনের এটেন্ডেন্ট তারিকুজ্জামানও আহত হন। তাদের সবার পোশাক পর্যন্ত ছিঁড়ে ফেলে হামলাকারী। সকালে রাজশাহীতে পৌঁছার পর তাদের রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×