ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম থেকে এগারো বিশেষ ফ্লাইটে ১৩ হাজার হজযাত্রী

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ আগস্ট ২০১৬

চট্টগ্রাম থেকে এগারো  বিশেষ ফ্লাইটে  ১৩ হাজার হজযাত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রতি বছরের মতো এবারও বেসরকারী পর্যায়ে বেশিসংখ্যক হজযাত্রী হজে যাচ্ছেন চট্টগ্রাম থেকে। এবার চট্টগ্রাম থেকে হজ করতে সৌদি আরব যাচ্ছেন প্রায় সাড়ে ১৩ হাজার হজযাত্রী। গত বছর এখান থেকে সরকারী-বেসরকারী ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন ১১ হাজার জন। সকল প্রস্তুতি শেষে শুক্রবার প্রথম হজ ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে গেছে। শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৪১৪ ফ্লাইটে হজযাত্রীরা জেদ্দার উদ্দেশে রওনা করেন। এর আগে গত ২৭ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হয় ১২টি মেডিক্যাল বোর্ডের মাধ্যমে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষায় প্রতিবেদন ‘হ্যাঁ’ হলে টিকাদান শেষে সৌদি আরবে হজ পালনকালে সঙ্গে রাখার জন্য একটি করে আন্তর্জাতিক স্বাস্থ্য কার্ড দেয়া হয়েছে। শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। প্রথম দিন হজযাত্রীদের স্পেশাল ফ্লাইটের পাশাপাশি একটি সিডিউল ফ্লাইটে মোট ৬০১ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এবার চট্টগ্রাম বিমানবন্দর থেকে ১১টি স্পেশাল হজ ফ্লাইট এবং ৯টি সিডিউল ফ্লাইটে হজযাত্রীদের পাঠানো হবে। হজ কার্যক্রম শুরুর আগে পর্যায়ক্রমে হজযাত্রীদের জেদ্দায় পৌঁছানো হবে। তিনি আরও বলেন, শুক্রবারের পর দ্বিতীয় হজ ফ্লাইট ১৫ আগস্ট জেদ্দার উদ্দেশে রওনা করবে। এর আগে ৯ তারিখ একটি সিডিউল ফ্লাইটে ২২২ জন হজযাত্রীকে জেদ্দায় পাঠানো হয়েছে। হজযাত্রীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হজযাত্রীরা যাতে কোন ভোগান্তির শিকার না হন সে ব্যাপারে মনিটরিং করা হচ্ছে বলে তিনি জানান। এদিকে বরাবরের মতো এবারও চট্টগ্রাম থেকে বেশি মানুষ হজে গেলেও রেজিস্ট্রেশনসহ বিভিন্ন পর্যায়ে তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। আর এ রেজিস্ট্রেশন জটিলতার কারণে অনেকে হজে যেতে পারেননি। পুলিশ ভেরিফিকেশনের নামেও হজযাত্রীদের হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছে হজ এজেন্সিগুলো। মেয়র হজ কাফেলার নির্বাহী পরিচালক খোরশেদ আলম সুজন বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবার হজযাত্রীদের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রথমে রেজিস্ট্রেশন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। রেজিস্ট্রেশনে স্বামী-স্ত্রী একসঙ্গে আবেদন করলে কারওটা আগে রেজিস্ট্রেশন হয়েছে, কারও পরে হয়েছে। আবার স্বামীরটা হয়েছে, স্ত্রীর রেজিস্ট্রেশন হয়নি এমনও হয়েছে। একই পরিবারের কয়েকজন আবেদন করলে দুজনের হয়েছে, একজনের হয়নি এমনও হয়েছে।’
×