ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেড়েছে কাঁচা মরিচ, রসুন ও ব্রয়লারের দাম

প্রকাশিত: ০৫:৪৯, ১৩ আগস্ট ২০১৬

বেড়েছে কাঁচা মরিচ, রসুন ও  ব্রয়লারের  দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ সবজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে কাঁচা মরিচের দাম। জাত ও মানভেদে প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা পর্যন্ত। এছাড়া বেড়েছে ব্রয়লার মুরগি এবং রসুনের দাম। চাল, ডাল, ভোজ্যতেল ও আটার দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফকিরাপুল বাজার ও মালিবাগ বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। দাম বেড়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০-১৫৫ টাকায়, ১৭০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি আমদানিকৃত রসুন। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কাঁচা মরিচ ছাড়া বাজার এখন মোটামুটি স্বস্তিকর। ফকিরাপুল কাঁচাবাজারে কচুমুখী ৩০ টাকা, ধুন্দল ৪০ টাকা, করলা ৩৫ টাকা, ঢেঁড়শ ও পটল ৪০ টাকা এবং টমেটো ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। এই বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল ১০০-১২০ টাকায় যা আগেরদিন ছিল ৬০-৮০ টাকা। ব্যবসায়ীরা জানান, কাঁচা মরিচের দাম একদিনে অনেক বেড়ে গেছে। যে কাঁচা মরিচের পাল্লা (৫ কেজি) ১৮০ থেকে ২২০ টাকা ছিল তা একদিনের ব্যবধানে বেড়ে হয়েছে ৩৪০ টাকা। এছাড়া বাজারে মাছের সরবরাহ বাড়লেও ইলিশ বিক্রি হচ্ছে আগের মতো বেশি দামে। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। দাম না কমে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি। এছাড়া স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম। দেশী পেঁয়াজ প্রতিকেজি ৩৮, ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল প্রতিকেজি ৮৫ থেকে ৯০ টাকা, বোতলজাত তীর সয়াবিন তেল (৫ লিটার) ৪৪৫ টাকা, রূপচাঁদা সয়াবিল তেল (৫ লিটার) ৪৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতিকেজি নাজিরশাইল চাল ৫০ টাকা আর মিনিকেট চাল ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
×