ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩ সেপ্টেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে সন্ত্রাসীবিরোধী সভা

প্রকাশিত: ০৮:৪৩, ১২ আগস্ট ২০১৬

৩ সেপ্টেম্বর সব  শিক্ষাপ্রতিষ্ঠানে  একযোগে  সন্ত্রাসীবিরোধী  সভা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় প্রতিবাদী মানববন্ধন ও বৈঠকের পর এবার দেশজুড়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবাদবিরোধী আলোচনা সভা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর একযোগে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সভা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়াধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করতে হবে। প্রতিষ্ঠান প্রধান এ কার্যক্রম বাস্তবায়নের সার্বিক উদ্যোগ গ্রহণ করবেন। ওই সভায় জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা নিয়ে আলোচনা করতে হবে। একই সঙ্গে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান-ক্রীড়ানুষ্ঠান আয়োজন, স্কাউটিং ও গার্ল গাইডস কার্যক্রম বৃদ্ধি করে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও আলোচনা করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় আলোচনার বিষয় নির্ধারণ করে দিয়ে আরও বলেছে, ওই সভায় সকল শিক্ষক, অভিভাবক, সমাজের বিশিষ্ট উদ্যোগী ব্যক্তি, ইমাম, শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ইউজিসি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়সমূহে এ কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করবে। বাংলাদেশ শিক্ষক সমিতির জঙ্গীবাদবিরোধী কর্মসূচী ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন শিক্ষকরা। সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেনÑ বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এএম আউয়াল সিদ্দিকী, সাধারণ সম্পাদক বিলকিস জামান, সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় সমর, হাসিনা পারভীন, শাহে আলম, অধ্যাপক ফজলুল হক খান, জহির উদ্দিন বাবর, একে সিরাজ উদ্দিন, মোঃ মফিজ উদ্দিনসহ অনেকে।
×