ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এক ডোপ পাপীর স্বর্ণজয়...

প্রকাশিত: ০৫:৫৪, ১২ আগস্ট ২০১৬

এক ডোপ পাপীর স্বর্ণজয়...

মেয়েদের বাইসাইকেল রোড টাইম ট্রায়ালে টানা তিন আসরে স্বর্ণ জয় যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনের, পুরুষ বিভাগে আট বছর পর স্বর্ণ জয় সুইজারল্যান্ডের ফ্যাবিয়ানের, পুরুষদের পিস্তল শূটিংয়ে হ্যাটট্রিক অলিম্পিক স্বর্ণ জয় কোরিয়ার জিনের স্পোর্টস রিপোর্টার ॥ মানুষ মাত্রই ভুল। তবে সেই ভুলের মাত্রা বেশি হয়ে গেলে এবং সেটা সজ্ঞানে করলে সেটা ভুল থেকে হয়ে যায় অন্যায় বা পাপ। তার জন্য শাস্তিও আছে। তবে শাস্তি কাটিয়ে খুব কম মানুষই পারে স্বাভাবিক জীবনে ফিরে আসতে এবং আগের মতো সফল হতে। এই যেমন সফল হয়েছেন নিজাত রাহিমভ। নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে কাজাখস্তানের এই ভারোত্তোলক দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃক। চলমান রিও অলিম্পিকে পুরুষদের ভারোত্তোলনের ৭৭ কেজি ওজন শ্রেণীতে নিজাত জিতেছেন স্বর্ণপদক, তাও আবার বিশ্বরেকর্ড গড়ে! মোট ৩৭৯ কেজি ভার তুলেছেন তিনি। চীনের লু জিয়াওজুন এবং মিসরের মোহাম্মদ মাহমুদ যথাক্রমে জিতেছেন রৌপ্য ও তামপ্রদক। জিয়াওজুন এই ইভেন্টে ২০১২ লন্ডন অলিম্পিকের স্বর্ণপদকধারী। ডোপিংয়ের কারণে নিজাতকে ২০১৩ সালের জুন থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক এবং আঞ্চলিক সবরকম প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তখন রাহিমভ প্রতিনিধিত্ব করতেন আজারবাইজানের হয়ে। এবারের রিও অলিম্পিকে রাহিমভ ক্লিন এ্যান্ড জার্কে ২০২ কেজি ভার তুলে বিশ্বরেকর্ড গড়েন। রৌপ্যজয়ী লু-ও একটি বিশ্বরেকর্ড গড়েন। তিনি স্ন্যাচে তোলেন ১৭৭ কেজি। তাম্র জয়ী মাহমুদ এই বিভাগে ১৬৫ কেজি তুলে গড়েন আফ্রিকান রেকর্ড। ২২ বছর বয়সী নিজাত অবশ্য নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও তার দেশ এবারের অলিম্পিকে অংশ নেয় ভাগ্যগুণে! রাশিয়াসহ কাজাখস্তানের এ্যাথলেটদেরও অলিম্পিকে অংশ নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। পরে কাজাখস্তানের বিরুদ্ধে সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এদিকে মেয়েদের বাইসাইকেল রেসের রোড টাইম ট্রায়াল ইভেন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়েন যুক্তরাষ্ট্রের ৪৩ বছর বয়সী ক্রিস্টিন আর্মস্ট্রং। এর আগে ২০০৮ এবং ২০১২ অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। এবার রিওতে সোনা জেতেন ৪৪ মিনিট ২৬.৪২ সেকেন্ড সময় নিয়ে। রাশিয়ার ওলগা জাবেলিনিস্কায়া এবং হল্যান্ডের আনা ভ্যান ডার ব্রেগেন জেতেন যথাক্রমে রুপা ও তামা। মজার বিষয়Ñ ক্রিস্টিন প্রথমে ২০০৯ সালে এবং পরে ২০১২ সালে অলিম্পিকে সোনা জিতে অবসর নিয়ে ফেলেছিলেন! পুরুষদের রোড টাই ট্রায়ালে ১ ঘণ্টা ১২ মিনিট ১৫.৪২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন সুইজারল্যান্ডের ফ্যাবিয়ান ক্যান্সেলারা। এই ইভেন্টে ২০০৮ সালেও স্বর্ণ জিতেছিলেন তিনি। ২০১২ অলিম্পিকে অংশ নেননি ইনজুরির জন্য। কে জানে, চোটমুক্ত থাকলে হয় তো সেবারও সোনা জিততেন! শূটিংয়ে পুরুষদের ৫০ মিটার পিস্তল ইভেন্টে সোনা জেতেন দক্ষিণ কোরিয়ার ৩৬ বছর বয়সী জিন জং-ওহ্। এই ইভেন্টে এটা তার হ্যাটট্রিক অলিম্পিক স্বর্ণ জয়। ২০০৮ ও ২০১২ আসরেও জিতেছিলেন সোনা। ২০০৪ আসরেও পারতেন। তবে সেবার পেয়েছিলেন রুপার পদক। এছাড়া মহিলা ভারোত্তোলনের ৬৯ কেজিতে সোনা জেতেন চীনের জিয়াং ইয়ানমেই, মহিলা জুডোর ৭০ কেজিতে জাপানের হারুকা তাচিমোতো, পুরুষ জুডোর ৯০ কেজিতে জাপানের মাশু বাকের, পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে জাপানের কোহেই উচিমুরা নিজ নিজ ইভেন্টে স্বর্ণপদক লাভ করেন।
×