ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রীসকে প্রথম স্বর্ণ জেতালেন কোরাকাকি

প্রকাশিত: ০৬:৩৫, ১১ আগস্ট ২০১৬

গ্রীসকে প্রথম স্বর্ণ জেতালেন কোরাকাকি

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিক থেকে গ্রীসকে প্রথম স্বর্ণ উপহার দিলেন শূটার এ্যানা কোরাকাকি। স্থানীয় সময় মঙ্গলবার ২৫ মিটার পিস্তলের ফাইনাল জিতে অসামান্য এই কীর্তি গড়েন তিনি। ১৯ বছর বয়সী এ্যানা কোরাকাকি এদিন ৮ পয়েন্টের ব্যবধানে হারান জার্মান প্রতিপক্ষ মনিকা কার্চকে। এর আগে তিনি ১০ মিটার এয়ার পিস্তলে গ্রীসকে ব্রোঞ্জ উপহার দিয়েছিলেন। সেটাও ছিল এই অলিম্পিক থেকে গ্রীসের প্রথম পদক। রিও অলিম্পিকই কোরাকাকির প্রথম। আর জীবনের প্রথমবার অলিম্পিকে অংশ নিয়েই স্বর্ণসহ দুটি পদক জেতায় দারুণ রোমাঞ্চিত। গ্রীসের মতো ফ্রান্সও অলিম্পিকের চতুর্থ দিনে এসে প্রথম স্বর্ণ পদক জয়ের স্বাদ পায়। স্বর্ণটি এসেছে অশ্বারোহণ তথা ঘোড় দৌড় থেকে। অশ্বারোহী আস্তিয়ের নিকোলাসের হাত ধরে রিও অলিম্পিকের প্রথম স্বর্ণ পেল ফ্রান্স। ২৭ বছর বয়সী নিকোলাস অস্ট্রেলিয়া ও জার্মানির অশ্বারোহীকে পেছনে ফেলে স্বর্ণ জিতে নেন। এই ইভেন্টে রৌপ্য জিতেছে জার্মানি। আর ব্রোঞ্জপদক জিতেছে অস্ট্রেলিয়া। একটি স্বর্ণ ও একটি রৌপ্য নিয়ে ফ্রান্স পদক তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে। অশ্বারোহণ থেকে তারা স্বর্ণপদক পায়। আর ৪ গুনিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারে পায় রৌপ্যপদক। এদিকে পুরুষের ৬৯ কেজি ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছেন চীনের শি যিয়োং। মোট ৩৫২ কেজি ওজন নিয়ে এই পদক নিজের করে নেন তিনি। এছাড়া ৬৩ কেজি মহিলা ভারোত্তোলনে স্বর্ণ জিতেন ডেং উই। ১৪৭ নিয়ে ওজন নিয়ে বিশ্বরেকর্ডও গড়েন তিনি। তার আগে এই রেকর্ডটা ছিল ১৪৬ কেজি। এদিকে অশ্বারোহণ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক নিজের করে রেখেছেন জার্মানির বর্তমান চ্যাম্পিয়ন মাইকেল জুং। লন্ডনের পর রিও অলিম্পিকেও দারুণ দক্ষতায় নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন তিনি। এর ফলে নতুন এক মাইলফলকও স্পর্শ করলেন জুং। অলিম্পিকের ইতিহাসে তৃতীয় অশ্বারোহণ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে ব্যাক টু ব্যাক স্বর্ণপদক জয়ের স্বাদ পেলেন। অলিম্পিকের অন্যতম আকর্ষণীয় খেলা মহিলা সিনক্রোনাইজের ১০ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং। আর এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন চীনের চেন রুওলিন এবং লিউ হুইক্সিয়া। এই ইভেন্টে রৌপ্য এবং ব্রোঞ্জ জিতেছে যথাক্রমে মালয়েশিয়া এবং কানাডার মেয়েরা। চীনের চেন রুওলিন সিনক্রোনাইজ ইভেন্টে খুবই অভিজ্ঞ। রিওতে এবার তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছেন তিনি। ২০০৬ সাল থেকে সিনক্রোনাইজের ১০ মিটার প্ল্যাটফর্মের সব শিরোপাই নিজের করে নিয়েছেন তিনি।
×