ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার সেরেনাকেও হারাল অলিম্পিক

প্রকাশিত: ০৬:৩৩, ১১ আগস্ট ২০১৬

এবার সেরেনাকেও হারাল অলিম্পিক

স্পোর্টস রিপোর্টার ॥ হতাশা দিয়েই রিও অলিম্পিক শুরু হয় সেরেনা উইলিয়ামসের। বোনকে নিয়ে মহিলা টেনিসের ডাবলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন তিনি। এবার মহিলা এককের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নাম্বার খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। বুধবার ইউক্রেনের এলিনা ভিতোলিনার কাছে ৬-৪ এবং ৬-৩ সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন ২২টি গ্র্যান্ডসøামের মালিক। নিষেধাজ্ঞার কারণে রিও অলিম্পিকে খেলার সুযোগ পাননি মারিয়া শারাপোভা। অন্তঃসত্ত্বার কারণে নাম প্রত্যাহার করে নেন বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা। শুধু কি তাই? জিকা ভাইরাসের কারণে রিও অলিম্পিকে অংশ নেননি সিমোনা হ্যালেপসহ অনেক টেনিস তারকাই। এর মধ্যেই সেরেনা উইলিয়ামসের ছিটকে পড়াটা নিঃসন্দেহেই আকর্ষণ হারাল রিও অলিম্পিকের টেনিস। লন্ডন অলিম্পিকে একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। সর্বমোট চারটি স্বর্ণপদক জিতেছেন তিনি। এবার পঞ্চম স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে রিও কোর্টে নামেন আমেরিকান তারকা। শুরুতে অবশ্য ভাল খেলেছিলেন তিনি। এলিনা ভিতোলিনার বিপক্ষে প্রথম সেটেই এগিয়ে গিয়েছিলেন সেরেনা। কিন্তু সব মিলিয়ে নিজের সেরা দিন পার করতে পারেননি বিশ্বের এক নাম্বার এই খেলোয়াড়। বেশ কয়েকটি আনফোর্সড এররে তিনি কার্যত পিছিয়ে পড়েন। সেই সুযোগে ভিতোলিনা ৫-৩ গেমে এগিয়ে যান। যদিও পরবর্তীতে কিছুটা আগ্রাসী হয়ে খেলার চেষ্টা করেছিলেন সেরেনা। কিন্তু সেই কৌশল খুব একটা কাজে আসেনি। দ্বিতীয় সেটে প্রথম থেকেই শক্তিশালী টেনিস খেলে ভিতোলিনা ৩-১ ব্যবধানে এগিয়ে যান। ঐ মুহূর্তে দারুণ কিছু শট খেলে সেরেনা ৩-৩ গেমে সমতা ফেরান। কিন্তু এক পর্যায়ে ডাবল ফল্টের খেসারত দিতে হয়েছে সেরেনাকে। সেরেনার চেয়ে ১৩ বছরের ছোট্ট ভিতোলিনা। এর আগে যতবারই এই দু’জনের দেখা হয়েছে সেখানে সেরেনার আধিপত্য ছিল সুস্পষ্ট। চারবারের মোকাবেলায় সেরেনা সবকটিতে সহজে জয়ী হয়েছে। তবে এবার যেন সেরেনার বিপক্ষে জ্বলে উঠলেন তিনি। গত মাসে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন সেরেনা। সেইসঙ্গে ক্যারিয়ারে রেকর্ড ২২তম গ্র্যান্ডসøাম জয়ের বিস্ময়কর কীর্তিও গড়েন তিনি। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনেরও ফাইনালে উঠেছিলেন আমেরিকান তারকা। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনে জার্মানির এ্যাঞ্জেলিক কারবার এবং ফ্রেঞ্চ ওপেনে স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজার কাছে হার মানেন তিনি। সেরেনা হারলেও চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা এবং অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবার।
×