ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে অস্ত্র গোলাবারুদসহ জেএসএস কর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৬:০১, ১১ আগস্ট ২০১৬

রাঙ্গামাটিতে অস্ত্র গোলাবারুদসহ জেএসএস কর্মী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১০ আগস্ট ॥ রাঙ্গামাটির বাঘাইছড়ির শিজকের খাগড়াছড়িপাড়া এলাকায় বুধবার ভোরে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ নির্ভীক চাকমা (৩০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় দুটি বিদেশী অটোমেটিক পিস্তল, একটি এলজি, একটি লং ব্যারেল গান, ১৮ রাউন্ড তাজা গুলি,আমর্ড পুলিশ ব্যাটালিয়নের একসেট পোশাক, দামী মোবাইল ফোন-ট্যাব, চাঁদা আদায়ের রসিদ ও আদায়কৃত চাঁদার কিছু টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িপাড়া গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনী এই অস্ত্র উদ্ধার করে। এই সময়ে তার সঙ্গে থাকা অন্য সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্ভিক চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) রাজনীতির সঙ্গে জড়িত বলে নিরাপত্তা বাহিনীকে জানায়। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও চাঁদাবাজির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেলফি ঝুঁকি! ইদানীং সেলফি তোলার প্রতি তরুণদের বিশেষ ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। এ জন্য তারা প্রায়ই জীবনের ঝুঁকি নিচ্ছেন। অনেক সময় দেখা যায়, ঝুঁকি নিয়ে সেলফি তুলতে গিয়ে অনেকেই বড় বড় বিপদের সম্মুখীন হচ্ছেন। অনেকে আবার অকালে প্রাণ হারাচ্ছেন। ছবির এই তরুণ সেলফি তোলার জন্য একটি সেতুর কার্নিশে নেমেছেন। উঁচু সেতুটি থেকে পড়ে গেলে ঘটতে পারত অনাকাক্সিক্ষত কোন ঘটনা। রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। পাকা তাল তাল গ্রাম-বাংলার একটি জনপ্রিয় ফলের নাম। সাধারণত আষাঢ়-শ্রাবণ মাসে তাল পাকে। তাই এই সময়ে কাঁচাবাজার ও ফলের আড়তে তাল পাওয়া যায়। তাল খুবই উপাদেয় একটি ফল। এটি দিয়ে পিঠা, মিছরি, পায়েশ প্রভৃতি তৈরি করা হয়। গরমের সময় যেমন তালশাঁস খুবই জনপ্রিয় হয়ে ওঠে, তেমনি তাল পাকার পর এর চাহিদাও বেড়ে যায়। রাজধানীর কাওরানবাজার থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×