ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় জিপি হাউসের অভ্যন্তরীণ সভায় টেলিনর গ্রুপের সিইও

প্রকাশিত: ০৬:০১, ১১ আগস্ট ২০১৬

ঢাকায় জিপি হাউসের অভ্যন্তরীণ সভায় টেলিনর গ্রুপের সিইও

টেলিনর গ্রুপ সিইও সিগভে ব্রেক্কে এক সংক্ষিপ্ত সফরে গত সোমবার ঢাকায় আসেন। তিনি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত গ্রামীণফোনের সদর দফতর জিপি হাউসে বেশ কিছু অভ্যন্তরীণ সভায় অংশ নেন। এছাড়া তিনি জিপি হাউসে স্থাপিত নতুন উদ্ভাবন কেন্দ্র পরিদর্শন করেন এবং গ্রামীণফোন কর্মীদের টাউনহল মিটিংয়ে অংশ নেন। টাউনহলে বক্তব্য রাখতে গিয়ে ব্রেক্কে গ্রামীণফোন এবং বাংলাদেশের প্রতি টেলিনরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশে গ্রামীণফোনের ডিজিটাল আকাক্সক্ষা বাস্তবায়নে নেটওয়ার্কের ভূমিকার ওপর তিনি বিশেষ গুরুত্ব প্রদান করেন। উদ্ভাবনী প্রচেষ্টার অংশ হিসেবে টেলিনর সিইও গ্রামীণফোনের নতুন ডিজিটাল সেলফকেয়ার চ্যানেল মাইজিপি উদ্বোধন করেন যা গ্রাহকদের জন্য তাদের মোবাইল ফোন ব্যবহার আরও সহজ করে তুলবে। গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি এবং পরিচালনা পর্ষদের অন্য সদস্যগণ টাউনহলে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি একুশে পদকের জন্য নাম প্রস্তাব ১ নবেম্বরের মধ্যে বিডিনিউজ ॥ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের একুশে পদকের জন্য আগামী ১ নবেম্বরের মধ্যে নাম প্রস্তাব করতে বলেছে সরকার। এজন্য সব মন্ত্রণালয় ও বিভাগ, জেলা প্রশাসক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্তদেরকে আগামী ১ নবেম্বরের মধ্যে পদকের জন্য নাম বা মনোনয়ন সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। একুশে পদক সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এই পদক দেয়া হবে জানিয়ে বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংক্রান্ত যাবতীয় তথ্য, পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (িি.ি সড়পধ.মড়া.নফ) এবং তথ্য মন্ত্রণালয়ের (িি.িসড়র.মড়া.নফ) ওয়েবসাইটে পাওয়া যাবে। ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সামাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার নির্ধারিত অন্য ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে জীবিত বা মৃত ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক দেয়া হয়।
×