ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএম সুলতানের জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:১১, ১১ আগস্ট ২০১৬

এসএম সুলতানের জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১০ আগস্ট ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে শহরের কুড়িগ্রামে শিল্পীর মাজারে জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় শতাধিক শিশুশিল্পী অংশগ্রহণ করে। এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট চিত্রা নদীর পাড়ে মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি যশোরের সম্মিলিত সমারিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। ডাকাতিয়ার পাড়ে সরকারী সম্পত্তি দখল নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১০ আগস্ট ॥ সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ডাকাতিয়া নদীর পাড়ে খাস সম্পত্তি ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে ভরাট করছে সংঘবদ্ধ চক্র। বুধবার দুপুর ২টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ব্যক্তিগত সম্পত্তি ভরাটের পাশাপাশি ৫০-৬০ শতাংশ খাস জমি ভরাট করছে চক্রটি। বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল জানান, যারা ভরাট করছে, তারা ভূমিদস্যু। তারা কারো কথা শোনে না। কালাম পাঠান ও খোকন পাঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, নিজেদের সম্পত্তিই ভরাট করছেন। তবে এখানে খাস সম্পত্তি থাকলেও তারা পূর্বে সরকার থেকে লিজ নিয়েছেন। সদর উপজেলা ভূমি কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, সরকারী সম্পত্তি ভরাট হচ্ছে, আমার জানা নেই। তবে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান জানান, আমি এখনই জানতে পেরেছি। ওই সম্পত্তি কারো নামে লিজ নেই। বিষয়টি সরেজমিন দেখে ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে এখনই নির্দেশ দেব। মোহনগঞ্জে তথ্যমেলা নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১০ আগস্ট ॥ মোহনগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) যৌথ উদ্যোগে তথ্যমেলা ও গণশুনানি বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহীদ আলী উছমান শিশুপার্ক থেকে এক বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী তথ্যমেলা উদ্বোধন করেন প্রধান অতিথি দুদকের কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ। পরে উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সঞ্চালনায় গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ। এ্যাম্বুলেন্স উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১০ আগস্ট ॥ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বুধবার দুপুরে পার্বতীপুর হেলথ কমপ্লেক্স হাসপাতালে নতুন এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ মোজাম্মেল হোসেন, দিনাজপুর জেলার সিভিল সার্জন ডাঃ অমলেন্দু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নবিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমসহ স্থানীয় সুধীজন। পরে মন্ত্রী সেখানে সমাবেশে বক্তব্য দেন।
×