ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩২, ১০ আগস্ট ২০১৬

টুকরো খবর

ধামরাইয়ে ২শ’ পরিবার পানিবন্দী নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ আগস্ট ॥ হঠাৎ করে বানের পানিতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ওই গ্রামের অন্তত ২শ’ পরিবার। নষ্ট হয়ে যাচ্ছে বসতভিটা ও ফসলি বিভিন্ন সবজির ক্ষেত। বসতঘর নষ্ট হওয়ায় পানি নামার পর এসব পরিবার কোথায় থাকবেন- তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। বানের পানিতে ওই গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়লেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বানভাসিদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। পরিবারগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কট। বংশী নদীর পাশে অবস্থিত রূপনগর গ্রাম। বংশী নদী থেকে আসা পানি প্রবেশ করছে ওই গ্রামটিতে। গ্রামটির বাড়ি-ঘর ২ থেকে ৫ ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে। ডিমলায় বজ্রপাতে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বজ্রপাতে ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে আব্দুল আলিম(২১) নামের এক যুবকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি গ্রামে। নিহত যুবক ওই গ্রামের বাদশা মিয়ার পুত্র। নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে ঝলসে গিয়ে তার মৃত্যু হয়। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কীটনাশক পানে দুই নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সদর ও শিবগঞ্জে কীটনাশক পান করে দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ইসলাম কাজীপাড়ার ফুরজান বেগম ও শিবগঞ্জের শ্যামপুর ইউপির বশির আলীর মেয়ে জান্নাতুন খাতুনকে সদর হাসপাতাল ও শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ আগস্ট ॥ বাগাতিপাড়ায় একটি ধর্ষণ মামলায় চন্দন কুমার নামে এক ধর্ষকের যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু আদালতের বিচারকের অনুপস্থিতিতে জেলা ও দায়রা জজ রেজাউল করিম এই কারাদ-াদেশ দেন। দ-প্রাপ্ত চন্দন কুমার উপজেলার বিহারকোল গ্রামের শম্ভু রবিদাসের ছেলে। সে কারাগারে রয়েছে। ১৪ গরু ব্যবসায়ী আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সীমান্ত মাড়িয়ে শূল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু-মহিষ নিয়ে আসার সময় রাজশাহীতে ১৪ গরু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মানদীর পাড়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এসম ভারতীয় ৬ টি মহিষ ও ৫ টি গরুও জব্দ করা হয়। দুপুরে মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য জানান। তিনি জানান, ভারত থেকে কোনো কাগজপত্র ছাড়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে গরু আনার সময় ১৪ জনকে আটক করা হয়। তারা সরকারি কোষাগারে রাজস্ব না দিয়ে গরুগুলো রাজশাহী সিটি হাটে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৯ আগস্ট ॥ লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত ডাকাত আলমগীর (৩২) নিহত এবং এরশাদ উল্যা (৩৫) নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে। বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য কামাল হোসেন, কামালউদ্দিন, সামাদ আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার ভোর রাতে রায়পুর উপজেলার চরমোহনার দক্ষিণ রায়পুর গ্রামে নিহত ও সদর উপজেলার বিজয়নগর গ্রামে ঘটনা দু’টি ঘটে। পুলিশ জানিয়েছে, ডাকাতির প্রস্তুতিকালে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, তিন রাউন্ড গুলি, চাপাতিসহ ডাকাতির কয়েকটি সরঞ্জাম উদ্ধার করা হয়। নিহত ডাকাত আলমগীর দক্ষিণ রায়পুর গ্রামের মৃত তাজুল ইসলাম ওরফে লেদা মিয়ার ছেলে এবং গুলিবিদ্ধ এরশাদ উল্যা সদর উপজেলার কৃঞ্চনগর গ্রামের আনোয়ার উল্যার ছেলে। সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ৯ আগস্ট ॥ চট্টগ্রামের সীতাকু-ের ২ ঘণ্টার ব্যবধানে একইস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন কুড়িগ্রামের রাজিবপুর থানার লাল মিয়া (৪৫) ও অজ্ঞাতনামা মহিলা (৩৫)। মঙ্গলবার সকালে উপজেলাধীন মাদামবিবিরহাট এলাকায় নেভি গেট সংলগ্ন এক জায়গায় এ পৃথক দুর্ঘটনাগুলো ঘটে। জানা যায়, উপজেলাধীন মাদামবিবিরহাট নেভি এলাকায় ভোর ৬টায় অজ্ঞাতনামা মহিলা (৩৫)কে একটি অজ্ঞাতনামা গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয়। অপরদিকে একই স্থানে একটি পণ্যবাহী কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে অতিক্রমকালে লাল মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাদক বিক্রেতার যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৯ আগস্ট ॥ শামছ উদ্দিন সবুজ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। দ-প্রাপ্ত আসামি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বসন্তবাগ গ্রামের মাইনুদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব-উল-আলম বিক্রেতাকে দ-াদেশ দেন। জানা গেছে, ২০১৪ সালের ১৮ নবেম্বর মাদকদ্রব্য অধিদফতর ভৈরব রেলওয়ে স্টেশন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ শামছ উদ্দিন সবুজকে আটক করে।
×