ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ

জঙ্গীবিরোধী আন্দোলন ছড়িয়ে দেয়ার আহ্বান

প্রকাশিত: ০৪:৩২, ১০ আগস্ট ২০১৬

জঙ্গীবিরোধী আন্দোলন ছড়িয়ে দেয়ার আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ মঙ্গলবারও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবিরোধী মানববন্ধন, সমাবেশ অনুষ্ঠিতা হয়েছে। এতে সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ময়মনসিংহ ॥ মানববন্ধন ও সমাবেশ করেছে বিএমএ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখার চিকিৎসক নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সামনের এ মানববন্ধনে সকল শ্রেণীপেশার চিকিৎসক সমাজ যোগ দেয়। সমাবেশে চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, বাংলার মাটিতে জঙ্গীদের ঠাঁই হবে না। জঙ্গীদের নির্মূল না করা পর্যন্ত এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেয়ারও আহবান জানান চিকিৎসক নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডাঃ এএফএম রফিকুল হক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মতিউর রহমান ভুইয়াসহ চিকিৎসক নেতৃবৃন্দ। বরিশাল ॥ বানারীপাড়া পৌরসভার ১০টি ওয়ার্ড ও উপজেলার ৮টি ইউনিয়নে মঙ্গলবার সকালে জঙ্গীবিরোধী মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের উদ্যোগে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ৫টি কলেজ, ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়, ২০টি এতিমখানা ও ১২৬টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২০৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচী পালিত হয়। এতে উপজেলার সরকারী-বেসরকারী অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ অর্ধ লক্ষাধিক মানুষ একযোগে পৃথকভাবে স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। একইদিন গৌরনদী পৌর এলাকার টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। রাজশাহী ॥ নওহাটায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জেলা সন্ত্রাসবিরোধী কমিটি। মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী নওহাটা কলেজ মোড় এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই মানববন্ধনে এলাকাবাসীও অংশ নেয়। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সন্ত্রাসবিরোধী কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সিলেট ॥ এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন, সিলেট শাখার উদ্যোগে জঙ্গীবাদবিরোধী মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টা এক মিনিটে কলেজ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য রাখেন সিলেট বিএমএ’র সভাপতি অধ্যাপক ডাঃ রুকন উদ্দীন আহমেদ প্রমুখ।
×