ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার দাবি

প্রকাশিত: ০৪:৩০, ১০ আগস্ট ২০১৬

শিক্ষা, ভূমি ও জীবনের  অধিকার দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক আদিবাসী দিবসে শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার দাবিতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বান্দরবান ॥ পার্বত্য জেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা শহরের রাজবাড়ী মাঠ থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিউটে শেষ হয়। র‌্যালিতে মারমা, চাকমা, ম্রো, বম, ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ী জনগোষ্ঠীর শত শত নারী-পুরুষ তাদের ঐতিহ্য অনুসারে বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে র‌্যালিতে অংশ নেন। বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য ক্যালাউ মার্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মহিউদ্দিন মাহিম। ময়মনসিংহ ॥ র‌্যালি ও মানববন্ধনসহ সমাবেশ করেছে স্থানীয় আদিবাসীদের বিভিন্ন সংগঠন। মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আগে শহরে র‌্যালি বের করা হয়। সমাবেশে মধুপুরের আদিবাসীদের জমিতে সংরক্ষিত বনাঞ্চল বন্ধ করার দাবি জানান হয়। সুনামগঞ্জ ॥ র‌্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে থেংসুয়া কৃষি সমবায় সমিতি। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে চৌমনি বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় অডিটরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট ॥ শহরের প্রধান সড়কে র‌্যালি শেষে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি। জয়পুরহাট জেলা আদিবাসী সংঘের সভাপতি কার্ত্তিক চন্দ্র সিংয়ের সভাপতিত্বে আদিবাসী দিবসের কর্মসূচী উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী, জেলা জাসদের সভাপতি আবুল খায়ের প্রমুখ। ঠাকুরগাঁও ॥ র‌্যালি ও আলোচনাসভা করেছে জেলা জাতীয় আদিবাসী পরিষদ ও ইএসডিও প্রেমপ্রদীপ প্রকল্প। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, আবু তোরাব মানিক, আদিবাসী নেতা বিশু রাম মরমু প্রমুখ। নাটোর ॥ আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিয়ুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান প্রমুখ। নওগাঁ ॥ সাপাহারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে উপজেলার গোডাউনপাড়া মোড় থেকে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন আদিবাসী সংগঠন ও গ্রাম হতে আগত সহস্রাধিক আদিবাসী নারী-পুরুষ সমন্বয়ে র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মিলিত হয়। পরে সেখানে শহীদ মিনার পাদদেশে উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি ভুট্টো পাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
×