ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডগলাসের স্বপ্নের সমাধি

প্রকাশিত: ০৬:৩৯, ৯ আগস্ট ২০১৬

ডগলাসের স্বপ্নের সমাধি

স্পোর্টস রিপোর্টার ॥ গত অলিম্পিকেই শৈল্পিক জিমন্যাস্টিকসের অল-এরাউন্ড ইভেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্বর্ণ জিতেছিলেন গ্যাবি ডগলাস। কিন্তু এরপর থেকেই চিত্রপট বদলে যেতে শুরু করে। মার্কিন এ মহিলা জিমন্যাস্টিকস নির্ভরতা ক্রমেই অন্তরালে হারাতে থাকেন সতীর্থ সিমোনা বিলেসের দুরন্ত নৈপুণ্যের কাছে। ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপস থেকেই জিমন্যাস্টিকসের সব ইভেন্টে ‘পকেট রকেট’ খ্যাতি পাওয়া সিমোন বিলেস এককভাবে আধিপত্য করে যাচ্ছেন। এবার রিও অলিম্পিকেও বিলেসই অন্যতম ফেবারিট হিসেবে সব ইভেন্টের ফাইনালে উঠেছেন কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথম হয়ে। কিন্তু ডগলাসের ভাগ্যে এবার কোন ব্যক্তিগত পদকই জুটছে না। নিজের অন্যতম ইভেন্ট অল-এরাউন্ডে লন্ডনের স্বর্ণ পদক ধরে রাখা দূরে থাক, ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। ফলে রিও অলিম্পিক থেকে মর্মন্তুদ বিদায় হলো ডগলাসের। অবশ্য দলগত ইভেন্টে বিলেস, এ্যালি রেইসম্যান ও ম্যাডিসন কোসিয়ানের সঙ্গে ফাইনালে ওঠায় সান্ত¡না হিসেবে একটি স্বর্ণ পদক জুটতে পারে ডগলাসের ভাগ্যে। বিলেস এবার নিশ্চিতভাবেই ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজ, ব্যালান্স বিম, ভল্ট এবং অল-এরাউন্ড ইভেন্টে স্বর্ণ জয়ের অন্যতম ফেবারিট। কারণ টানা দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপসে আধিপত্য করে যাচ্ছেন ১৯ বছর বয়সী মাত্র ৪ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এ তারকা। অনেকেই ঘোষণা দিয়েছেন বিলেস একদিকে আর সারাবিশ্বের সব জিমন্যাস্ট একদিকে। বিলেস সম্পূর্ণ ভিন্ন জগতের এক অপ্রতিরোধ্য জিমন্যাস্ট। রিও-তে ইভেন্টগুলোর কোয়ালিফিকেশন রাউন্ড শুরু হওয়ার পর আরও নিশ্চিত হয়ে গেল যে তাকে ছোঁয়া অসম্ভব। সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেই ফাইনালে উঠেছেন তিনি। আবার দলগত ইভেন্টে মার্কিনদের ফাইনালে তুলেছেন দাপুটে নৈপুণ্য দেখিয়ে। ফাইনালে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিপক্ষ হিসেবে থাকবে দুই নম্বরে থাকা চীন, তিনে থাকা রাশিয়া ও চার নম্বরে গ্রেট ব্রিটেন। বিলেস-রেইসম্যান-ডগলাস-কোসিয়ান-হার্নান্দেজরা ১৮৫.২৮৩ স্কোর করেছেন। দুইয়ে থাকা চীন অনেক পিছিয়ে ১৭৫.২৭৯ পয়েন্ট নিয়ে। ব্যক্তিগত অল-এরাউন্ড ইভেন্টে সবার দৃষ্টি ছিল। কারণ গত অলিম্পিকে এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন গ্যাবি ডগলাস। এবার তার স্বর্ণ পদক ধরে রাখার লড়াই। কিন্তু কোয়ালিফিকেশন রাউন্ডে সতীর্থদের সঙ্গেই পেরে উঠলেন না তিনি। এই ইভেন্টে তিনি হলেন তৃতীয়। নিয়ম অনুসারে প্রতিটি দেশ থেকে সর্বোচ্চ দু’জন করে ফাইনালে অংশ নিতে পারবেন। এ ইভেন্টে ডগলাসের দুই স্বদেশী সতীর্থ বিলেস ৬২.৩৬৬ পয়েন্ট নিয়ে প্রথম, রেইসম্যান ৬০.৬০৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হন। আর ডগলাস ৬০.১৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় হন। তৃতীয় হওয়ার কারণেই ফাইনালে অংশ নেয়া হচ্ছে না তার। মাত্র ০.৪৭৬ পয়েন্ট পিছিয়ে থাকার কারণে রিও অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণ জয়ের স্বপ্নটা ধুলিসাৎ হয়ে গেল ডগলাসের। গত অলিম্পিকে তিনি প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে অল-এরাউন্ড ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন। এরপর প্রতিক্রিয়ায় ২০ বছর বয়সী ডগলাস বলেন, ‘জিমন্যাস্টিকস জিনিসটাই অনেক নির্মম। এটা খুবই কঠোর ও নির্দয়।’ এবার অলিম্পিক ইতিহাসে তৃতীয় জিমন্যাস্ট হতেন যদি অল-এরাউন্ড ইভেন্টে স্বর্ণ জিততে পারতেন। কিন্তু সেটা হলো না। এ বিষয়ে ডগলাস বলেন, ‘আমার খুব ভাল লাগত যদি ফাইনালে উঠে নিজের খেতাবটা ধরে রাখার লড়াইয়ে নামতে পারতাম। কিন্তু এখন আমি শুধু সবার সঙ্গে আনন্দ করব।’ ফ্লোর এক্সারসাইজ, ব্যালান্স বিম ও ভল্টেও ফাইনালে উঠেছেন বিলেস। আর আনইভেন বারসে আছেন ম্যাডিসন কোসিয়ান।
×