ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘স্বাধীনতা ছাড়া বাঙালীর মুক্তি নেই’- ’৬২ সালে কমিউনিস্ট নেতাদের বলেছিলেন বঙ্গবন্ধু

প্রকাশিত: ০৪:২১, ৯ আগস্ট ২০১৬

‘স্বাধীনতা ছাড়া বাঙালীর  মুক্তি নেই’- ’৬২ সালে  কমিউনিস্ট নেতাদের  বলেছিলেন বঙ্গবন্ধু

‘স্বাধীনতা ছাড়া বাঙালী জাতির মুক্তি নেই’- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সৃষ্টির পরেই সেটা বুঝতে পেরেছিলেন। পাকিস্তানে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যে ১৯৬২ সালে এক আলোচনা সভায় কমিউনিস্ট নেতাদের বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমার বিশ্বাস গণতন্ত্র, স্বায়ত্তশাসন এসব কোন দাবিই পাঞ্জাবীরা মানবে না। স্বাধীনতা ছাড়া বাঙালীর মুক্তি নেই।’ এম নজরুল ইসলাম সম্পাদিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারকগ্রন্থ-৩’-এ বঙ্গবন্ধুকে মূল্যায়ন ও তাঁর রাজনৈতিক দর্শন সম্পর্কে প্রকাশিত নিবন্ধে সাবেক সংবাদ সম্পাদক প্রয়াত বজলুর রহমান এ কথা লিখেছেন। খবর বাসস’র। সাংবাদিক বজলুর রহমান তার নিবন্ধে বলেছেন, ‘পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যে ১৯৬২ সালে কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগ ঢাকায় একাধিক বৈঠক করে।
×