ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:০৭, ৯ আগস্ট ২০১৬

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পুকুরের পানিতে ডুবে তুতি রানী (১০) ও রহিমা বেগম (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের ছবারভিটা গ্রামে ঘটনাটি ঘটে। তুতি রানী ওই এলাকার জয়কুমারের মেয়ে এবং রহিমা বেগম একই এলাকার হাসিবুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, দুপুরে তুতি রানী ও রহিমা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের তলদেশ থেকে তাদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। মোহনগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে জানান, সুয়াইর ইউনিয়নের সাতমাই ধলা নদীতে মাছ ধরতে গিয়ে সোমবার সকালে পানিতে ডুবে শহিদুল ইসলাম (৩৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। তিনি বারহাট্টা উপজেলার সিংধা গ্রামের আব্দুস সালামের ছেলে। শহিদুল প্রতিদিনের মতো সোমবার সকালে শ্যালক সাজিবকে নিয়ে সাতমাই ধলা নদীতে মাছ ধরতে যান। এসময় সাঁতরে নদী পার হতে গিয়ে স্রোতের টানে পানিতে ডুবে যান। সাভারে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারের ভাকুর্তায় তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সোহেল (১৪) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় সে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে দীর্ঘ সময় ডুবুরি দল অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহ পুলিশের নিকট হস্তান্তর করা হলে পুলিশ তা ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়।
×