ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জঙ্গীদের স্থান নেই ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:০৪, ৯ আগস্ট ২০১৬

চট্টগ্রামে জঙ্গীদের স্থান নেই ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে জঙ্গী বা সন্ত্রাসীদের কোন স্থান নেই। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের তুলনায় বাংলাদেশ শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ। তুলনামূলকভাবে বন্দরনগরী চট্টগ্রামও একটি নিরাপদ শহর। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জন ফ্রিস্যালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। সোমবার দুপুরে নগর ভবনে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেয়র সিটি কর্পোরেশনের সেবার কর্মপরিধি, সেবার ধরন, আয়ের উৎস ও তার ভিশনসমূহ তুলে ধরে বলেন, সুইডেন বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশে সুইডেনের নানামুখী বিনিয়োগ রয়েছে। তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে চট্টগ্রামে গার্মেন্ট, পর্যটন, জাহাজ নির্মাণ, পাদুকা, টেক্সটাইল শিল্প এবং আইটিসহ বিভিন্ন খাতে চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রামে ভূ-প্রাকৃতিকভাবে বিনিয়োগবান্ধব পরিবেশ বিদ্যমান। তিনি চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, আলোকায়ন, সৌন্দর্যবর্ধনসহ বিবিধ বিষয়ে সহযোগী হতে সুইডেন রাষ্ট্রদূতকে আহ্বান জানান। বৈঠকে রাষ্ট্রদূত মেয়রের কার্যক্রমের প্রশংসা করে বলেন, বর্তমান মেয়রের গতিশীল নেতৃত্বে চট্টগ্রামে নৈসর্গিক সৌন্দর্য ফিরে আসতে শুরু করেছে। চট্টগ্রাম বিশ্বমানের নগরীতে উন্নীত হবে বলেও সুইডিশ রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সচিব মোহাম্মদ আবুল হোসেন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, কাউন্সিলরদের মধ্যে ছালেহ আহমদ চৌধুরী, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, মোরশেদ আকতার চৌধুরী, একেএম জাফরুল ইসলাম, মোঃ ইসমাইল, এসএম এরশাদ উল্ল্যাহ, এয়াছিন চৌধুরী আশু, মোঃ মোবারক আলী, মোঃ জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
×