ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত সড়ক চলাচলের অযোগ্য

প্রকাশিত: ০৪:০১, ৯ আগস্ট ২০১৬

কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত সড়ক চলাচলের অযোগ্য

রাজু মোস্তাফিজ কুড়িগ্রাম থেকে জানান, চরম খারাপ অবস্থা কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন কাঁচা পাকা রাস্তার। কয়েকদিন আগের বন্যায় সব কিছু ল- ভ- হয়ে গেছে। বন্যার পানির তীব্র স্রোতে রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সড়ক ঘরবাড়ি ও অফিসের সামনে ময়লা অবর্জনা ও কচুরিপানার স্তূপ পড়ে আছে। এখনও পথচারীরা স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারে না। শহরে কোন যানবাহন এখনও ঠিকমত চলাচল করতে পারে না। কাদা পানি এখনও ঠিকমত শুকায়নি। রৌমারী ঘাট থেকে উপজেলা শহর যাবার পথে বিভিন্ন স্থানে সড়ক ভেঙ্গে চিকন হয়ে আসছে। কোথাও ডেবে বা ভেঙ্গে গেছে। কোথাও পানি জমে আছে। উপজেলার ৬টি ইউনিয়নের গ্রামীণ কাঁচা এবং পাকা সড়ক গুলোর অবস্থা আরও করুণ। বিশেষ করে নদী ভাঙ্গনে রৌমারী উপজেলা হুমকির মুখে পড়েছে। রৌমারীর প্রধান প্রধান সড়কে এখনও দেখা যায় কচুরিপানা। কোথাও খাদ। তাতে পানি জমে আছে। শহীদ মিনারের কাছে ভাঙ্গা সড়কের উপর দিয়ে পানি যাচ্ছে। লোকজন পারাপার করছে কলার ভেলায়। নারী পুরুষ শিশুরা এভাবেই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। রৌমারী উপজেলা সদরের সঙ্গে ইউনিয়নগুলো সংযোগ সড়কের ১৯টি স্থানে ভেঙ্গে বা ধসে গেছে। এলাকাগুলো হলো সাহেবের আলগা, ছাট করাইবাড়ী, ধর্মপুর, কাউয়ারচর, নটারকান্দি, কলেজ পাড়া, বাগমারা, ইজলামারী, বারবান্দা, পাটাধোয়া, বাওয়াই গ্রাম, দুবলা বাড়ী, কমড় ভাঙ্গা, সায়দাবাদ, ধনার চর কতৃমারী, লাঠিয়ালডাঙ্গা, লালকুড়া নামক স্থানে। উপজেলা প্রকৌশলী মোঃ নজমুল হক জানান, পানি নেমে গেছে অধিকাংশ এলাকায়। এখনও অনেক সড়কের গর্তে পানি আছে। বিভিন্ন স্থানে সড়ক ভেঙ্গে গেছে। আমরা তালিকা করছি।
×