ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের অলিম্পিক পদকের স্বপ্ন ঘুচাতে পারবেন এ শূটার? ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের কোয়ালিফাইং শুরু সন্ধ্যায়

শূটার বাকী নামছেন আজ

প্রকাশিত: ০৭:১৩, ৮ আগস্ট ২০১৬

শূটার বাকী নামছেন আজ

দুই বছর আগে শূটিংয়ে দেশের জন্য গর্ব করার মতো সাফল্য বয়ে এনেছিলেন আব্দুল্লাহ হেল বাকী। গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য পদক জয় করেন। এবার তিনি সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে। রিও ডি জেনিরো অলিম্পিকে আজই লড়াই শুরু হচ্ছে তার। নামছেন তার ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে। সবমিলিয়ে এ রাউন্ডে বিশ্বের ৬৫ শূটার অংশ নেবেন। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এ প্রতিযোগিতা। কমনওয়েলথ গেমসে রৌপ্য জয়ের পর দারুণ উজ্জীবিত এ শূটার দারুণ কিছু করে ক্যারিয়ারকে আলোকিত করার প্রত্যয় জানিয়েছিলেন। আজ কোয়ালিফিকেশন রাউন্ডেই বোঝা যাবে সেই কথার প্রতিফলন কতখানি দেখাতে পারেন প্রতিযোগিতার আসল মঞ্চে। কমনওয়েলথ গেমসে রৌপ্য জেতায় পুরো বাংলাদেশও অলিম্পিক পদক জয়ের আশা নিয়ে তাকিয়ে থাকবে বাকীর দিকে। স্পর্শকাতর খেলার অন্যতম একটি হচ্ছে শূটিং। খেলতে গেলে অস্ত্র, গুলির দরকার পড়ে, নাড়াচাড়া করতে হয়। আর খেলার সময় থাকতে খুবই মনোযোগী। নিশানা ভেদে ধীর স্থিরভাবে মনটাকে রাখতে হয় ট্রিগারে। আর দৃষ্টিটা লক্ষ্যভেদে সামনে থাকা পয়েন্টে। হোক সেটা পিস্তল বা রাইফেল। বাইরে থেকে কোন আওয়াজ ঢুকতে পারবে না ভেন্যুতে। শুনশান নীরবতার মধ্যে চলে এই খেলা। সঙ্গত কারণে আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউয়ের গর্জন সমস্যার কারণ হয়ে দাঁড়ানোর কোন সুযোগ নেই। আটলান্টিকের বাতাসটাও গায়ে লেগেছে বাকীর। ক্যারিয়ারে প্রথম অলিম্পিক খেলতে আসা এই শূটারের ভাগ্য পরীক্ষা আজ। ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে তাকে লড়তে হবে বন্দুক হাতে। মহাযজ্ঞতুল্য অলিম্পিক আসরের জন্য নবনির্মিত রিও ডি জেনিরোর শূটিং রেঞ্জ বাকীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত। এখন অল্প কয়েনদিনের অনুশীলনে বাকী কতটুকু প্রস্তুত, স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজেকে মানসিকভাবে কতটুকু তৈরি করেছেন, চাঙ্গা হয়েছেন কতটা সেটাই দেখার। লক্ষ্য অর্জনে রাইফেলের ট্রিগারে হাত রাখার মনোবলটা বেশ জোরালোই মনে হলো। যদিও আলাপের শুরুটা করলেন এভাবে, আর কয়েকটা দিন আগে আসতে পারলে প্রস্তুতিটা ভাল হতো। মনটাকে আরও চাঙ্গা করে নেয়া যেত স্থানীয় কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে। অন্তত দু’সপ্তাহ সময় পেলে ভাল হতো। কিন্তু সেটা ভাগ্যে না জুটলেও এই সময়ের মধ্যেই আত্মবিশ্বাসটা যতটুকু সম্ভব জোরালো করে নিচ্ছি। বলতে পারেন, আমি প্রস্তুত। চেষ্টার কোন ত্রুটি থাকবে না। পরেরটা ভাগ্য। কারণ সাফল্যের জন্য শুধু নিজের চেষ্টাই শেষ নয়। প্রয়োজন ভাগ্যের সহায়তাও। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ১০ মিটার এয়ার রাইফেলের প্রথম পর্ব। বাংলাদেশ থেকেই সঙ্গে আসা তার বিদেশী কোচ অনুশীলন শুরুর আগে তাকে চেষ্টা করেছেন মানসিকভাবে চাঙ্গা করার। বর্তমানে প্রতিদিনই চলছে রেঞ্জে নিশানা ভেদের প্রশিক্ষণ। বাকীর কথায়, এখানে এখন আর নতুন করে কিছু শেখার নেই। মনোবল বাড়ানোটাই প্রধান। জীবনের প্রথম অলিম্পিক গেমস, নতুন পরিবেশ, বিশাল আসর, সব মিলিয়ে ২ অগস্ট ব্রাজিলে আসার পর যে টেনশনটা মনের মধ্যে ভর করেছিল সেটা প্রায় দূর হয়ে গেছে। এখন চেষ্টার পাশাপাশি ভাগ্য পাশে থাকলে ধাপে ধাপে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্য। যদিও প্রথম পর্বটা আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ। অলিম্পিকের মতো এত বড় আসরে প্রথম রাইফেল হাতে নামছি। চারপাশে বিশ্বের সব বাঘাবাঘা শূটার। কাজেই মুখে যাই বলি না কেন। অন্তত প্রথম দিনটায় একটু নার্ভাস লাগতে পারে। আর এই পর্বটা উতরে যেতে পারলে আশা করি আর কোন সমস্যা হবে না। মনের জোরটা শতভাগ ফিরে পাব। আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে পাব। প্রসঙ্গত, কোয়ালিফিকেশন রাউন্ডে বাকীসহ বিশ্বের ৬৫ শূটার অংশ নেবেন। তাদের সঙ্গে টক্কর দিয়ে পার করতে হবে প্রথম পর্ব। রিও আসার আগে ঢাকায় বাকী তার লক্ষ্যের কথা বলেছিলেন, শীর্ষ আটে থাকতে পারলেই তিনি খুশি। বর্তমানেও মনের মধ্যে পুষে রেখেছেন সেই স্বপ্ন।
×