ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসহায় তপনের কিডনি প্রতিস্থাপনে সহায়তা দিন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:২৯, ৮ আগস্ট ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ অসহায় তপন কুমার সাহার (৩২) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাঁর একটি কিডনি নষ্ট হয়ে গেছে, অন্যটিও নষ্ট হওয়ার পথে। বর্তমানে তিনি খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের তৃতীয় তলার ৩১১ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে ড. এনামুল কবীরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। জরুরী ভিত্তিতে একটি কিডনি প্রতিস্থাপন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ১৪ লাখ টাকা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। বাগেরহাট সদরের কাড়াপাড়া এলাকায় তাদের বাড়ি। তাদের সংসারে রয়েছে একটি শিশু সন্তান। শহরের একটি গার্মেন্টের দোকানে বিক্রয়কর্মীর কাজ করে সংসার চালাতেন তিনি। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, তপন কুমার সাহার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় পরিবার। সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭১৩ ২৪৯১১৩ (বিকাশ) । আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে - প্রশান্ত কুমার সাহা, সঞ্চয়ী হিসাব নম্বর- ০২০০০০৮৮৯৪৭৯৪, অগ্রণী ব্যাংক লিমিটেড, মেইন রোড শাখা, বাগেরহাট। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×