ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৭, ৮ আগস্ট ২০১৬

টুকরো খবর

কুয়াকাটায় দুই লাশের পরিচয় মিলেছে নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ আগস্ট ॥ কুয়াকাটা সৈকত এলাকায় শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া দুই লাশের পরিচয় পাওয়া গেছে। এরা দু’জনই জেলে। একজন হচ্ছেন ভোলা সদর উপজেলার দক্ষিণ কোরালিয়া গ্রামের হোসেন চৌধুরীর ছেলে ট্রলার মাঝি সিদ্দিক (৫০) ও অপরজন একই এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে বেলায়েত (৩৫)। মহিপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, গত ৩ আগস্ট রাতে গভীর সাগরে ভোলা সদর উপজেলার এফবি সিদ্দিক নামের একটি মাছধরা ট্রলার ১৪ জেলেসহ বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। ওই ট্রলারের ১২ জেলেকে অন্য একটি মাছধরা ট্রলারে উদ্ধার করতে পারলেও দুই জেলে নিখোঁজ থাকে। এ দুজনের লাশ শনিবার সন্ধ্যায় কুয়াকাটা সৈকতে ভেসে আসে। অগ্নিদগ্ধ হয়ে তরুণীর মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অগ্নিকা-ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মনিরা আক্তার (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার মাদিলা বাজার এলাকায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। নিহত মনিরা আক্তার উপজেলার মাদিলা গ্রামের বাবুল ইসলামের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাদিলা বাজারের পার্শ্ববর্তী এলাকায় বাবুল ইসলামের বাড়িতে চুলার আগুনের মাধ্যমে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় চুলার পাশে পেট্রোল থাকায় নিমিষেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ও ৪টি বাড়ি ও ৩টি দোকান ভস্মীভূত হয়। এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ের ঘটনায় রুপিয়া বেগম, রনি ও মনিরা নামে ৩ জন দগ্ধ হয়। এ সময় বাড়ির ৩টি গবাদি পশুর মৃত্যু হয়। নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্র রনি হোসাইনের লাশ উদ্ধার হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় দিঘলকান্দি এলাকায় নদীর তীর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। শনিবার দুপুরে বগুড়া শহরের মালগ্রাম এলাকার বাসিন্দা রনি কয়েক বন্ধুকে নিয়ে সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন বাঁধের নিকট নদীতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতের তোড়ে ডুবে যায়। ইয়াবাসহ দম্পতি আটক স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ শনিবার রাতে সদরের ফুলদিঘী এলাকা থেকে ৩ হাজার ইয়াবা ও বেশ কিছু হেরোইনসহ আটক গ্রেফতার করে র‌্যাব। এরা হলো- মাহা আলম (৩৫) ও নার্গিস খাতুন (২৭)। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি টিম রাতে জামিল মাদ্রার নিকট ফুলদিঘী এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান চালায়। সেখানে ওই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিল। বিদ্যুতস্পৃষ্টে দুইজনের মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ নন্দীগ্রাম ও সারিয়াকান্দি উপজেলায় রবিবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই জন নিহত ও ২ জন আহত হয়েছে। এরা হলো- সোলায়মান আলী ও টুটুল মিয়া। এছাড়া বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হাসেন আলী ও মিলন নামে অপর দুজন বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নন্দীগ্রাম উপজেলার দলগাছা গ্রামের মতিউর রহমানের জমিতে রোপা আমন আবাদে কাজ করার জন্য কুড়িগ্রাম থেকে কয়েক কৃষিশ্রমিক সেখানে আসে। এর মধ্যে সোলায়মান আলী নামে এক কৃষি শ্রমিক রবিবার সকাল ৭টার দিকে গোসল শেষে ঘরের টিনের চালে কাপড় শুকাতে যায়। এ সময় বৈদ্যুতিক তারের কারণে ঘরের চাল বিদ্যুতায়িত ছিল। এতে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে আরও কয়েকজন এগিয়ে গেলে তারাও আহত হয়। পরে আহতদের বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সোলায়মান মারা যায়। তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। অপর দিকে একই দিন দুপুর একটার দিকে সারিয়াকান্দি উপজেলার বাগবেড় এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে টুটুল মিয়া নামের অপর এক ব্যক্তি মারা যায়। সে পরিবারসহ বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর থাকত। নীলফামারীতে ১৫ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকা-ে নীলফামারীর পুরাতন রেলস্টেশন মহল্লায় ১৫ পরিবারের টিনের ঘর পুড়ে গেছে। রবিবার দুপুরের এ ঘটনায় ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রমতে, মহল্লার মোখছেদুলের ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মোখছেদুলসহ মহল্লার ১৫ পরিবারের টিনের ২০টি বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র, অর্থ, ধান-পাট পুড়ে গেছে। সিলেটে কলেজছাত্রী নিখোঁজ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জ উপজেলার পৌর এলাকা থেকে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। কলেজছাত্রী রুবিনা আক্তার (২০) জকিগঞ্জের হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সে উপজেলার বারঠাকুর ইউনিয়নের উত্তরকুল গ্রামের মোকারম আলীর মেয়ে। নিখোঁজের ঘটনায় জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট সকাল ১০টার দিকে রুবিনা আক্তার কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরেনি। চবিতে ফের সাংবাদিক পেটাল ছাত্রলীগ চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ কর্মীরা। রবিবার বেলা দেড়টার দিকে চবি কলা অনুষদের ঝুপড়ির (ছোট দোকান) পাশে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক রকিব কামাল চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রকিব বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ সংলগ্ন ঝুপড়িতে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় কয়েক ছাত্রলীগ কর্মী তাকে দোকানের পেছনে ডেকে পাঠায়। কারণ জানতে চাইলে তারা রকিব কামালকে দোকানের পিছনে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। কয়েক শিক্ষার্থী তাকে উদ্ধার করে চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। চট্টগ্রামে বস্তাবন্দী লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজার জলসা মার্কেট থেকে মোঃ ফরহাদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুই দিন আগে তাকে খুন করা হয়। নিহত ফরহাদ ফেনী জেলার ফুলগাজী উপজেলার সালেহ আহমেদ পাটোয়ারীর ছেলে। তিনি জলসা মার্কেটের তৃতীয় তলায় তার কুলিং কর্নারের ব্যবসা করতেন। আদমদীঘিতে ইমামকে হত্যার হুমকি নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৭ আগস্ট ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারের পুরাতন জামে মসজিদের ইমাম মোতাহার হোসেনকে উড়োচিঠি দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় রবিবার আদমদীঘি থানায় মোতাহার হোসেন একটি জিডি করেছেন। জানা গেছে, আদমদীঘি উপজেলার চাঁপাপুরের বাসিন্দা হাফেজ মোতাহার হোসেন চাঁপাপুর বাজার পুরাতন জামে মসজিদের ইমাম গত ৪-৫ বছর ধরে ওই মসজিদে ইমামতি করার পাশাপাশি শিশুদের ঝাড়-ফুঁক ও তাবিজ-কবজ দিয়ে থাকেন। শুক্রবার মাগরিবের নামাজের পর দেয়া উড়োচিঠিতে বলা হয়েছেÑ ‘তুই ইমামতি করিস ও শিশুদের তাবিজ-কবজ ঝাড়-ফুঁক দেস। তোর যা খাবার মন চায় খেয়ে নে। সাত দিনের মধ্যে তোর বাড়ির সামনে তোর মাথা কেটে ফেলব।’ কে বা কারা চিঠি লেখে মসজিদের সদর দরজার নিচ দিয়ে ফেলে রাখে। সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ রবিবার রাত ৩টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল গ্রামের মোল্লাপাড়ায় যুক্তরাজ্য প্রবাসী কাওসার মিয়া ও জানা মিয়ার বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্রসহ পাঁচ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। বৃদ্ধের আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৭ আগস্ট ॥ পুত্রের অপরাধে বৃদ্ধ বাবাকে পুলিশ অর্থ ফেরত দিতে হুমকি ও লোকলজ্জার ভয়ে বৃদ্ধ রমজান আলী (৬০) রবিবার ভোরে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, জেলা সদরের রমজান আলী (৬০) মসল্লার ব্যবসা করে সংসার চালায়। তার একমাত্র পুত্র কবীর হোসেন ঢাকার সানওয়ারা গ্রুপের মালিবাগ শাখা অফিসের স্টোরকিপার। পবিত্র ঈদ-উল-ফিতরের ৭/৮ দিন পূর্বে কবীর হোসেন এক লাখ ১২ হাজার টাকা শান্তিবাগ সানওয়ারা গ্রুপে জমা দেয়ার কথা বলে অফিস ত্যাগ করে। কিন্তু অদ্যাবদি অর্থ জমা দেয়নি। এমনকি কোন খোঁজও নেই। ফলে অর্থ আত্মসাতে ঢাকায় একটি জিডি করে সানওয়ারা গ্রুপ। এই জিডির সূত্র ধরে ১৫ দিন আগে সদর থানার পুলিশের কর্মকর্তা সিদ্দিক ও স্বপনসহ রমজানকে হুমকি দিয়ে আসে অর্থ ফেরত দিন অথবা ছেলেকে এনে দিন। না হলে আপনাকে ধরে নিয়ে যাব। রবিবার পুলিশের ১৫ দিনের আল্টিমেটাম শেষ হয়েছে। রমজান ভোরে আত্মহত্যা করে।
×