ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পানির দরে রেনেসাঁ যুগের চিত্রকর্ম

প্রকাশিত: ০৫:৩১, ৭ আগস্ট ২০১৬

পানির দরে রেনেসাঁ যুগের চিত্রকর্ম

রেনেসাঁ যুগের স্বনামধন্য জার্মান চিত্রকর আলব্রেখট দ্যুরের আঁকা একটি চিত্রকর্ম সম্প্রতি ফ্রান্সের খোলাবাজারে বিক্রি হয়। তাও আবার মাত্র কয়েক ইউরোয়। খবরে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ছবিটি হারিয়ে গিয়েছিল। হাতবদলের মাধ্যমে ছবিটির স্থান হয় ফ্রান্সের একটি দোকানে। দোকানি ছবিটির মূল্য বুঝতে পারেননি। ফলে এটি রেখে দেন দোকানের এক কোণে। সম্প্রতি দোকানটি ধুয়ে-মুছে সাফ করার কাজে হাত দেয় কর্তৃপক্ষ। এজন্য পুরনো কিছু জিনিসপত্র বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত হয়। তালিকায় বহু মূল্যের এই ছবিটিও ছিল। এক পর্যায়ে এটি বিখ্যাত এক ফরাসী প্রতœতত্ত্ববিদের নজরে আসে। এটি লুফে নেন এই শিল্প সমঝদার প্রতœতত্ত্ববিদ। অবশ্য ছবিটি তিনি জাদুঘরে দান করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আলব্রেখট দ্যুরে তামার ফলকে খোদাই করে এই শিল্পকর্মটি ১৫২০ সালে আঁকেন বলে খবরে বলা হয়েছে। -টেলিগ্রাফ অবলম্বনে।
×