ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জেদ্দায় পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট

প্রকাশিত: ০৮:১১, ৫ আগস্ট ২০১৬

জেদ্দায় পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট

বাংলানিউজ ॥ ৪০১ জন যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৩৭ মিনিটে ফ্লাইটটি জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিষয়টি জানান। এ সময় বিমানবন্দরে রাষ্ট্রদূত ছাড়াও জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম, সৌদি সিভিল এ্যাভিয়েশনের মহাপরিচালকসহ দু’দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা হজ যাত্রীদের আন্তরিক সংবর্ধনা জানান। বৃহস্পতিবার সকাল ৮টা ০৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি- ১০১১ ফ্লাইটটি ঢাকা ছাড়ে।
×