ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণশুনানির খবরে লেনদেনের শীর্ষে তিতাস গ্যাস

প্রকাশিত: ০৪:২০, ৫ আগস্ট ২০১৬

গণশুনানির খবরে লেনদেনের শীর্ষে তিতাস গ্যাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঞ্চালন ও বিতরণ চার্জ পুনর্নির্ধারণের ব্যাপারে গণশুনানি করবে বিদ্যুত-জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানির পর তালিকাভুক্ত সরকারী কোম্পানিটির আয় বাড়ানোর ব্যাপারে কোন ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন প্রত্যাশায় এই কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এরই অংশ হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো কোম্পানিটি লেনদেনের শীর্ষে উঠেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৫৮ লাখ ২৩৯টি শেয়ার মোট ৩ হাজার ২৪১ বাজার হাতবদল হয়। যার বাজার মূল্য ছিল ২৯ কোটি ৮১ লাখ ৩৭ হাজার টাকা। দিনটিতে কোম্পানির শেয়ার দর ৫০.৫০ টাকা থেকে ৫২.৭০ টাকায় উঠানামা করে। এর আগে তিতাস গ্যাস শেয়ারের সর্বশেষ দর ছিল ৫১.৩০ টাকা। যা আগের দিনের চেয়ে ১.১৮ শতাংশ বেশি। ওইদিন কোম্পানিটির ৩৮ লাখের বেশি শেয়ার হাতবদল হয়, যার বাজার দর ১৯ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ৭৭.২০ টাকা ও সর্বনিম্ন ৪১.২০ টাকা। ২০১৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) তিতাস গ্যাসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৫ টাকা। যা আগের বছরের একই সময়ে তা ছিল ৬.১৯ টাকা এবং ৩১ মার্চ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৯.৭১ টাকা। ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী সে বছর ইপিএস ছিল ৮.৯৮ টাকা।
×