ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মানববন্ধন সমাবেশ

জঙ্গীমুক্ত দেশ গড়ার প্রত্যয়

প্রকাশিত: ০৬:২৪, ৪ আগস্ট ২০১৬

জঙ্গীমুক্ত দেশ গড়ার প্রত্যয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সন্ত্রাস ও জঙ্গীদের রুখে দাঁড়ানোর অঙ্গীকারে বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মতবিনিময় এবং সমাবেশ হয়েছে। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর ঃ সাতক্ষীরা ॥ জঙ্গী ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুলতানপুর বড় বাজার ব্যবসায়ী সমিতি। বুধবার সকাল ১১টায় সুলতানপুর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন জবেদ আলী, রওশন আলী, লিয়াকত হোসেন, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ। সিরাজগঞ্জ ॥ জে.আই টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের উদ্যোগে বুধবার তাড়াশে জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জে.আই টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে তাড়াশ-কাটাগাড়ী সড়কে মানববন্ধনে বক্তৃতা করেন অধ্যক্ষ জাফর ইকবাল, অধ্যক্ষ ছোলায়মান হোসেন কবির, ওসমান গনি, জহুরুল ইসলাম, রফিকুল ইসলাম, কল্পনা খাতুন প্রমুখ। বাগেরহাট ॥ আইনজীবীরা জঙ্গীবাদের প্রতিবাদে আদালতের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে বুধবার দুপুরে সমাবেশ ও মানববন্ধন করেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক ওজিয়র রহমান পিকলু, ফরিদ উদ্দিন আহম্মেদ, ভুঁইয়া হেমায়েত উদ্দিন, আমিরুল আলম মিলন, সীতা দেবনাথ প্রমুখ। নেত্রকোনা ॥ বুধবার কেন্দুয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। স্থানীয় উদীচী শিল্পীগোষ্ঠী, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, জনমোর্চা, রোকেয়া ফেলোসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান, উদীচীর সভাপতি রাখাল বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার, মাজহারুল ইসলাম, আব্দুছ ছাত্তার, কামরুল হাসান, এনামুল হক ভূঞা, চয়ন সরকার, কল্যাণী হাসান, আবু সাঈদ মিল্কী, জিয়াউর রহমান জীবন প্রমুখ। জয়পুরহাট ॥ নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা পুলিশ লাইন্স মাঠে বুধবার অনুষ্ঠিত হয়। পুলিশ জনতা হাতে হাত, জঙ্গীবাদ নিপাত যাক এই সেøাগান নিয়ে জেলার সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোল্ল্যা নজরুল ইসলাম। জয়পুরহাট কমিউনিটি পুলিশিং কমিউনিটি কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুর রহিম। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, মায়ের আঁচল পত্রিকার সম্পাদক নৃপেন্দ্রনাথ ম-ল, গোলাম হক্কানি, নন্দলাল পার্শী। অপরদিকে সকালে জঙ্গীবাদবিরোধী লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুর রহিম। বরগুনা ॥ ঘটবাড়ীয়া আদর্শ কলেজ কর্তৃপক্ষের আয়োজন মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার দুপুর ১১টায় ঘটবাড়ীয়া কলেজ চত্বরে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অধ্যক্ষ নাসির উদ্দিন ফরাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক আলাউদ্দিন, শাহজাহান মিয়া, রেজাউল ইসলাম, মনিকা রানী, সালমা, শামিম, শিশির প্রমুখ। মাদারীপুর ॥ বুধবার বেলা ১১টায় শিবচর পৌর আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগের উদ্যোগে শিবচর পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন চলে। এতে শিবচর পৌরসভার অবস্থিত ২টি কলেজ, ৬টি উচ্চ বিদ্যালয় ও ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। প্রায় চার কিলোমিটার রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন রচনা করে। কুমিল্লা ॥ শিক্ষাবোর্ড মডেল কলেজে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে কলেজ মাঠে ওই সমাবেশে দুই সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবক অংশ নেয়। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলামুর রহমান, অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, অভিভাবক নজরুল আমিন মোল্লা, সাজেদা আক্তার, অধ্যাপক মোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ। রাবি ॥ জঙ্গীবাদ ও সন্ত্রাস থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে এর কুফল ও পরিণতির কথা বুঝানোর আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন। বুধবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ ও অন্যান্য অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানসহ কয়েকজন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ ও অফিস প্রধান বক্তব্য দেন। চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশন থানার আয়োজনে বুধবার বিকেল ৪টায় বজ্রগোপাল টাউন হলে মতবিনিময় সভা ও জনসচেতনতায় লিফলেট বিতরণ হয়েছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোকতার হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন, নির্বাহী অফিসার রেজাউল করিম, আ’লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ। বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌর সদরের কওমি মাদ্রাসা খ্যাত আল্ জামিয়া আল্ ইসলামিয়া মখজনুল উলুম মাদ্রাসায় জঙ্গীবিরোধী সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। বুধবার দুপুর ১২টায় মাদ্রাসা হল প্রাঙ্গণে মাওলানা নুরুল হক সুজিসের সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন। বক্তব্য রাখেন বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইদ্রিছ, বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, শিক্ষক মাওলানা ইসহাক, মাওলানা আক্তার হোছাইন ও মাস্টার লোকমান প্রমুখ।
×