ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স নিতে চায় জাপান

প্রকাশিত: ০৮:২৬, ৩ আগস্ট ২০১৬

বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স নিতে চায় জাপান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে চায় জাপান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে মঙ্গলবার এক জাপানী প্রতিনিধি দলের সদস্যরা এমন আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা অত্যন্ত দক্ষ, মেধাবী, পরিশ্রমী, আন্তরিক ও দরদী মনের ও সেবাপরায়ণ। জাপানে বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের প্রচুর চাহিদা রয়েছে। প্রয়োজনে জাপানী ভাষা শিখিয়েও বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে আমরা বেশ আগ্রহী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সঙ্গে জাপানী প্রতিনিধি দলের অত্যন্ত সোহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানসহ জাপানের লিঙ্কস্টাফ কো. লি.-এর ম্যানেজিং ডিরেক্টর ইয়াসুকি সুজিতা, এ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর কজি সাইটো, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চীফ এস্টেট অফিসার ডা. একেএম শরীফুল ইসলাম, সহকারী প্রক্টর এবং কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
×