ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৫:৫৮, ৩ আগস্ট ২০১৬

টু  ক  রো  খ  ব   র

আবাসন প্রকল্প বন্ধের দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড নামে একটি আবাসন প্রকল্প বন্ধের দাবিতে স্থানীয় কৃষকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার মাঝিনা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ কৃষকরা। বিক্ষোভ মিছিলটি মাঝিনা, ইছাখালী, মাঝিনা নদীর পাড়সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। মিছিলপূর্বক প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী, সহ-সভাপতি ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মাতব্বর, ইউপি সদস্য ফারুক মিয়া, আলতাফ হোসেন, আব্দুল হাই, আব্দুল মতিন, মোয়াজ্জেম হোসেন, মাছুম মিয়া, কৃষক খোরশেদ আলম, আলতাফ হোসেন, মতিন মিয়া, ইস্রাফিল মিয়া, ইকবাল হোসেন, ফারুক মেম্বার, আবুল বাশার, কামাল হোসেন রঞ্জু, নজরুল ইসলাম, এমএ করিম, আলমগীর হোসেন, সাদেক হোসেন, ছলিমুল্লাহ সেলিম, রতœা বেগম, ইয়াছমিন আক্তার, মকবুল ভেন্ডার প্রমুখ। সাবেক পৌর মেয়রের কারাদ- স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান বিশ্বাসকে দুই বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। ক্ষমতার অপব্যবহার করে পৌরভবন নির্মাণের দায়ে এই কারাদ- দেয়া হলো। মঙ্গলবার দুপুরে যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক নিতাইচন্দ্র সাহা এই রায় দেন। এ সময় দ-প্রাপ্ত খলিলুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। জানা যায়, ২০১২ সালে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের মৃত আমির আলীর ছেলে মশিয়ার রহমান ওরফে মশু বাদী হয়ে যশোর জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন। বাদীর দাবি, দোহাকুলায় আধা শতক জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। পরে নবগঠিত পৌরসভার তৎকালীন মেয়র খলিলুর রহমান বিশ্বাস বেআইনীভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানটি উচ্ছেদ করে সেখানে পৌরসভার ভবন নির্মাণ কাজ শুরু করেন। মামলাটির একমাত্র আসামি ছিলেন তৎকালীন খলিলুর রহমান বিশ্বাস। জেলা ও দায়রা জজ পিটিশন মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। দুদক দীর্ঘ তদন্ত শেষে খলিলুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। শুনানি শেষে মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করা হয়। হত্যার দায়ে একজনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২ আগস্ট ॥ জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ড. আব্দুল মজিদ হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ-াদেশ দিয়েছেন। মঙ্গলবার এ রায় দেন তিনি। মামলার বিবরণে প্রকাশ, ২০১০ সালের ৩০ জুলাই কালাই উপজেলার এলতা গ্রামের আফজাল হোসেনের পুত্র নির্মাণ শ্রমিক আব্দুল ওয়াহেদ (২২) ও একই গ্রামের অপর নির্মাণ শ্রমিক আনারুল রাতে বাড়ি যাওয়ার সময় আনারুল ওয়াহেদের কাছে পাওনা ৩০০ টাকা চাইতে গেলে ওয়াহেদ টাকা পরে দেবে বলে জানায়। একপর্যায়ে দু’জনের মধ্যে বাগ্বিত-া শুরু হলে ওয়াহেদ আনারুলের মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে ওয়াহেদ ক্ষুব্ধ হয়ে রাস্তায় একটি বাঁশের বেড়া থেকে বাঁশের লাঠি নিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ ঘটনায় তার মৃত্যু হয়। ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৫ নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ২ আগস্ট ॥ অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে চরফ্যাশন সরকারী কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে লিমন ও নাহিদের নাম জানা গেছে। মঙ্গলবার দুপুরে কলেজ চত্বরে চরফ্যাশন সরকারী কলেজ ছাত্রলীগের বিজয়ী সম্পাদক আমিনুল ও পরাজিত রাফি-জোটন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সংবাদদাতা,শাহজাদপ্রু, সিরাজগঞ্জ, ২ আগস্ট ॥ মঙ্গলবার সকাল ৮টায় শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের হতদরিদ্র, অসহায়, বানভাসি দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিরতণ করলেন স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন। এ সময় উপস্থিত ছিলেন, বেলতৈল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুল, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি, আমিরুল ইসলাম শাহু প্রমুখ। ১১ প্রতিষ্ঠানে চুরি নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২ আগস্ট ॥ বাউফল উপজেলা পরিষদে এলাকায় ৫টি সরকারী দফতরসহ ১১টি প্রতিষ্ঠানে চুরি হয়েছে। সোমবার রাতে এ চুরি সংঘটিত হয়। দফতরগুলো হলো উপজেলা প্রাথমিক শিক্ষা, সমাজসেবা, জনস্বাস্থ্য প্রকৌশল, হিসাবরক্ষণ ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন। ওই সময় চোরেরা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে ৩৫ হাজার ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয় থেকে ১৫ হাজার টাকা ও টাকা নিয়ে যায়। ওইসব দফতরের দরজার তালা ভেঙ্গে এ চুরি হয়েছে। নাটোর-পাবনা বাস চলাচল বন্ধ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২ আগস্ট ॥ হাইওয়ে পুলিশের যানবাহনবিরোধী অভিযানে পাবনার এবি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস আটকের জের ধরে নাটোরের সঙ্গে পাবনার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। পাবনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, মঙ্গলবার নাটোর রেলগেট এলাকায় তাদের একটি বাস আটক করে হাইওয়ে পুলিশ। পরে বাসটি ছেড়ে দেয়া হয়। এ সময় হাইওয়ে পুলিশ সার্জেন্ট আব্দুল হামিদ বাসের চালক ও হেলপারদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি পরদিন থেকে এবি পরিবহন নাটোরে কিভাবে চলে দেখে নেয়ার হুমকি দেন। বিষয়টি নাটোর মাালিক সমিতিকে জানালেও তারা কোন ব্যবস্থা নিতে পারেনি। মুন্সীগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত ॥ নিন্দা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সাংবাদিক লাঞ্ছিত হওয়ায় ঘটনায় চিকিৎসকের শাস্তি দাবি করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। রবিবার হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শাওখাত হোসেন শারীরিকভাবে লাঞ্ছিত করেন সাংবাদিক শহীদ আহম্মেদ সানীকে। হাসাপাতালটির নানা অনিয়ম ও দুরবস্থা নিয়ে কাজ করছিলের দৈনিক মুন্সীগঞ্জ কাগজের এ আলোকচিত্রী। একপর্যায়ে ওই চিকিৎসক আলোকচিত্রীর গায়ে হাত তোলেন, ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা চালান ও ক্যামেরা ভাংচুর করেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুলসহ সাংবাদিক নেতৃবৃন্দ। ভবন উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ঢালীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেনÑ লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, বেজগাঁও ইউপি চেয়ারম্যান আমির হোসেন তালুকদার প্রমুখ।
×