ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার ডাকে জঙ্গীদের বিরুদ্ধে ঐক্য গড়ে উঠেছে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৫, ৩ আগস্ট ২০১৬

শেখ হাসিনার ডাকে জঙ্গীদের বিরুদ্ধে ঐক্য গড়ে উঠেছে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে জনগণ জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলেছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করে এই ঐক্যের প্রতীকী অবস্থান তুলে ধরছেন। মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় ওষুধাগারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, রেলমন্ত্রী মুজিবুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, হুইফ আতিকুর রহমান আতিক, আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি প্রমুখ উপস্থিত ছিলেন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, আপনার (খালেদা জিয়া) সঙ্গে ঐক্যের জন্য কেউ বসে নেই। সারাদেশে মানুষ আজ জঙ্গীবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গী মারা যাওয়ার পর যারা দরদ দেখায় তাদের সঙ্গে কোন ঐক্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। জঙ্গী দমনে সরকারের সফলতার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপ-আমেরিকাসহ সারাবিশ^ যা পারেনি, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে তা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতায় গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে কয়েক ঘণ্টার মধ্যেই জঙ্গীদের দমন করা সম্ভব হয়েছে। জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ২০১৯ সালে নির্বাচনে জিততে হলে স্বাস্থ্য, শিক্ষাসহ সব ধরনের সেবা নিশ্চিত করে মানুষের মন জয় করতে হবে। ডাক্তার-নার্সরা হাসপাতালে কাজ করছে কি-না আপনারা তা তদারকি করবেন। কেউ দায়িত্বে অবহেলা করলে আমাকে জানাবেন। অবহেলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সীমিত সম্পদ দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কাজে অনেকদূর এগিয়ে গেছে। উপজেলা পর্যায়ে এ্যাম্বুলেন্স পৌঁছে দেয়ার ঘটনা এর প্রমাণ বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ৫০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ^বিদ্যালয়ে এ্যাম্বুলেন্স বিতরণ করেন মোহাম্মদ নাসিম। যারা ধর্মের নামে জঙ্গীর কাজ করে, তারা ভ- ও প্রতারক ॥ জঙ্গীবাদের ছোবল থেকে রক্ষা করতে সন্তানদের বিশেষ নজরে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানুষ হত্যা কোন ধর্মই সমর্থন করে না। যারা ধর্মের নামে জঙ্গীর কাজ করে, তারা ভ- ও প্রতারক। কিছুদিন আগে কল্যাণপুরে নিহত জঙ্গীদের লাশ নিতেও আসেনি পরিবার। বেওয়ারিশ হয়ে আছে। এতে লাভ কি! এজন্য সন্তানদের প্রতি অভিভাবকদের নজর দিতে হবে। ইন্টারনেটে কি করছে, সেটা খেয়াল রাখতে হবে। সন্তানকে ভালবাসুন, সঠিক পথে লালন করুন। তাহলে আপনার সন্তান বিপথগামী হবে না। কোন কারণে যদি সন্তান জঙ্গী হয় তাহলে সেই জঙ্গী সন্তানকে লালন না করে একটা গাছের পরিচর্যা করুন। অন্তত গাছ আপনাকে ফল দেবে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক এস কে রায় প্রমুখ।
×