ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গের নাম বদলে শুধু ‘বঙ্গ’

প্রকাশিত: ০৫:৩৮, ৩ আগস্ট ২০১৬

পশ্চিমবঙ্গের নাম বদলে শুধু ‘বঙ্গ’

জনকণ্ঠ ডেস্ক ॥ বদলে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম। এখন থেকে এই রাজ্যের নাম হবে বঙ্গ বা বাংলা। ইংরেজীতে বললে শুধু বেঙ্গল বলতে হবে। মঙ্গলবার এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। উদ্যোগটা নেয়া হয়েছিল অনেক আগেই। পশ্চিমবঙ্গ নামটি ওয়েস্ট বেঙ্গল হিসেবে স্বীকৃত হওয়ায় বিভিন্ন সম্মেলনে বা বৈঠকে একেবারে পেছনের সারিতে চলে যায় এই রাজ্যের নাম। নামের আদ্যক্ষর অনুযায়ী সবার শেষে বলার সুযোগ পান রাজ্যের প্রতিনিধিরা। এছাড়াও পশ্চিমবঙ্গকে কেন ইংরেজীতে ওয়েস্ট বেঙ্গল বলা হবে প্রশ্ন ওঠে তা নিয়েও। যেখানে অন্য কোন রাজ্যের নামই ইংরেজীতে আলাদা নয়। এই যুক্তিতে ২০১১ সালে মমতা ব্যানার্জী সরকারের তরফে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়, রাজ্যের নাম হয় বঙ্গ অথবা পশ্চিমবঙ্গই রাখা হোক। ২০১৪ সালে এই নাম পরিবর্তনের পরিকল্পনা শুরু করে কেন্দ্রীয় সরকার। তবে, দুই বছরেও এ বিষয়ে কোন অগ্রগতি না হওয়ায় ফের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য সরকার। খবর আনন্দবাজার ও অন্যান্য ওয়েবসাইটের। মঙ্গলবার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের নাম হবে বঙ্গ বা বাংলা। ইংরেজীতে বেঙ্গল। রাজ্য মন্ত্রিসভা এই নতুন নামে সিলমোহর দিয়েছে। ২৬ আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশনে এই প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি। বিরোধীরাও এই প্রস্তাবে সম্মতি দেবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। বিধানসভায় পাস হওয়ার পর ফের এটি পাঠানো হবে কেন্দ্রের কাছে। এদিকে এই সিদ্ধান্তে খুশি পশ্চিমবঙ্গের বিশিষ্ট জনেরা। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। স্বাগত জানাই এই সিদ্ধান্ত ও এই নামকে। অনেকদিন আগেই হওয়া উচিত ছিল। ‘পশ্চিমবঙ্গ’ নামটা কেন এতদিন আমাদের ঘাড়ের ওপর চেপে আছে আমি তো বুঝি না। নাম পরিবর্তন করার এই প্রস্তাব একটি শুভ কাজ। বুদ্ধদেব গুহ বলেন, আমি সাজেস্ট করছি নামটাকে ‘বঙ্গভূমি’ রাখার জন্য। ‘বঙ্গ’ নামটা কেমন ন্যাংটো ন্যাংটো শোনায়। ‘বাংলা’ নামটাও ভাল শোনায় না। সুতরাং বঙ্গভূমি, এর সঙ্গে জন্মভূমিরও একটা মিল আছে। সুবোধ সরকার বলেন, এটার পেছনে সবচেয়ে বড় কারণ হলো বেঙ্গল বা বঙ্গ বা বাংলা হলে এ্যালফাবিটিকালি আমরা অনেক ওপরে থাকব। এতে একটা টেকনিক্যাল সুবিধা হবে। সে দিক থেকে নাম পাল্টানোটা যুক্তিযুক্ত। পশ্চিমবঙ্গ নামের পেছনে একটা ঐতিহাসিক কারণ ছিল। কিন্তু এখন যেহেতু ইস্টবেঙ্গল নেই, সুতরাং ওয়েস্ট বেঙ্গলেরও কোন অর্থ নেই। সেজন্যই আমার মনে হয়, বঙ্গ বা বাংলা হলে অনেক বেশি সুন্দর হবে। ‘বঙ্গ’ নামের প্রস্তাবকে অভ্যর্থনা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, বঙ্গ হলো একটি বাদ্যযন্ত্রের নাম। তাই এই নামে খুশি তিনি।
×