ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মায় উল্টে যাওয়া স্পিডবোটের সব আরোহী উদ্ধার

প্রকাশিত: ০৮:২৭, ২ আগস্ট ২০১৬

পদ্মায় উল্টে যাওয়া স্পিডবোটের সব আরোহী উদ্ধার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মায় উল্টে যাওয়া স্পিডবোটের সব আরোহী উদ্ধার হয়েছে। তবে ১৬ যাত্রীর সবাই কমবেশি আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাওড়াকান্দি থেকে শিমুলিয়া আসার পথে কাঁঠালবাড়ির কাছে এ দুর্ঘটনায় পড়ে। শিবচর থানার ওসি জাকির হোসেন ও মাওয়া নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যার পরে কাওড়াকান্দি থেকে ১৬ যাত্রী নিয়ে এটি রওনা হয়। আর অন্ধকারে বিআইডব্লিউটিএর ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় স্পিডবোটে থাকা চালকসহ ১৭ জন সবাই নদীতে পড়ে যায়। ১৪ জন ড্রেজারের পাইপ ধরে ভেসে ছিল। খবর পেয়ে লৌহজংয়ের মাওয়া ও শিবচরের কাঁঠাবাড়ি ঘাট থেকে নৌযান নিয়ে তাদের উদ্ধার করা হয়। কিন্তু এর চালক মোতাহার ও জনৈক ডাক্তার যাত্রী নিখোঁজ বলা হলেও রাত পৌনে ১০টায় ওসি জানান, ঐ যাত্রীকে উদ্ধার করা হয়। এখন সব আরোহী নিরাপদে রয়েছেন। আর কেউ নিখোঁজ নেই। তবে চালক পলাতক রয়েছে। লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের খলিলুর রহমানের মালিকানাধীন এই স্পিডবোটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×