ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বপ্ন বইছেন জোকোভিচ

প্রকাশিত: ০৬:৩৫, ২ আগস্ট ২০১৬

স্বপ্ন বইছেন জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত নোভাক জোকোভিচের মুখেই শিরোপার হাসি। রজার্স কাপের ফাইনালে জাপানের কেই নিশিকোরিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন বিশ্বের এক নাম্বার টেনিস তারকা। সেইসঙ্গে উইম্বলডন ব্যর্থতার পর আবারও শিরোপা জয়ের ধারায় ফিরেছেন তিনি। রবিবার মন্ট্রিয়েলে রজার্স কাপের ফাইনাল ম্যাচে সরাসরি সেটে জিতেছেন জোকোভিচ। প্রথম সেটটি জিতেছেন ৬-৩ গেমে। আর দ্বিতীয়টি ৭-৫ গেমে জিতে শিরোপা নিজের করে নিয়েছেন সার্বিয়ান তারকা। এই ম্যাচের জয়ের মাধ্যমে চলতি বছরে সাত শিরোপা জিতলেন ২৯ বছর বয়সী সার্বিয়ান তারকা। অন্যদিকে জাপানের প্রতিভাবান টেনিস তারকাকে টানা নবমবারের মতো পরাজয়ের স্বাদ উপহার দিলেন নোভাক জোকোভিচ। গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টে দুর্দান্ত গতিতে ছুটছেন সার্বিয়ান তারকা। কিন্তু গত মাসের শুরুতেই উইম্বলডনের তৃতীয় রাউন্ডে স্যাম কুয়েরির কাছে লজ্জাজনকভাবে হেরে যান জোকোভিচ। সেই দুঃখ ভুলে এবার চ্যাম্পিয়ন হলেন তিনি। যা ১২ গ্র্যান্ডসøাম জয়ীর জন্য স্বস্তির খবর। কেননা আগামী ৫ আগস্ট থেকেই যে শুরু হতে যাচ্ছে রিও অলিম্পিক। ক্রীড়াজগতের মহাযজ্ঞ রিও অলিম্পিকে অংশগ্রহণ করতে তর সইছে না জোকোভিচের। সেখানেও পদক জিততে মরিয়া সার্বিয়ার এই পতাকা বাহক। রিও অলিম্পিকে খেলার ব্যাপারে নোভাক জোকোভিচ বলেন, ‘এটা আমার বলা প্রয়োজন নেই যে সব ক্রীড়াবিদেরই স্বপ্ন থাকে অলিম্পিক গেমসে খেলার। আমি সেখানে একক ও ডাবল ইভেন্টে অংশগ্রহণ করব। আশা করি ন্যূনতম একটি পদক জিতব।’ ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জপদক জিতেছিলেন জোকোভিচ। কিন্তু লন্ডন অলিম্পিকে জোয়ান মার্টিন দেল পোত্রোর কাছে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয় তার। এবার রিও অলিম্পিকে পদক জয়ের বিষয়ে দারুণ আশাবাদী তিনি। তবে জোকোভিচের কাছে পদক জয়ের চেয়েও দেশের হয়ে অলিম্পিকে পতাকা বহন করতে পারাটাও অনেক গর্বের। এ প্রসঙ্গে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সার্বিয়ান এই তারকা বলেন, ‘ক্রীড়াজগতের সবচেয়ে বড় আসর হলো অলিম্পিক। আর ২০১২ সালে লন্ডন অলিম্পিকে আমার দেশের পতাকা বহন করার সম্মান পেয়েছিলাম। সত্যি কথা বলতে এটা অনন্য এবং কখনই না ভুলার মতো এক স্মৃতি। এবারও অলিম্পিকে অংশগ্রহণ করতে পারাটা আমার জন্য অনেক সম্মানের।’ অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন এ্যান্ডি মারে। শিরোপা নিজের করে রাখতে এবারও মরিয়া এই ব্রিটিশ তারকা। কেননা সম্প্রতি উইম্বলডনেও যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। তবে মারে ছাড়াও রিও অলিম্পিকে জোকোভিচের বড় প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে কেই নিশিকোরি, টমাস বার্দিচের মতো তারকাদের।
×