ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাকির নায়েকের বক্তব্যে প্রভাবিত ৫৫ জঙ্গী ভারতে গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৫, ২ আগস্ট ২০১৬

জাকির নায়েকের বক্তব্যে প্রভাবিত ৫৫ জঙ্গী ভারতে গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ ইসলাম ধর্মের বিতর্কিত প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার আগে উপযুক্ত তথ্যপ্রমাণ সংগ্রহের নির্দেশ দিয়েছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই নির্দেশ মেনেই জাকির নায়েকের বিরুদ্ধে তদন্তে নেমে ৫৫ জনের একটি তালিকা তৈরি করেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। সন্ত্রাসবাদের অভিযোগে গত এক দশকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দাবি, এক সময় জাকির নায়েকের বক্তৃতা শুনেই প্রভাবিত হয়েছিল তারা। খবর অনলাইনের। এনআইএ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতারকৃত ৫৫ জনের নাম এই তালিকায় উল্লেখ করা হয়েছে। ধৃত জঙ্গীরা সিমি, লস্কর-ই-তোইবা, ইন্ডিয়ান মুজাহিদীন এবং আইএসের সদস্য। বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলাকারী পাঁচ জঙ্গীর মধ্যে দু’জন অনুপ্রাণিত হয়েছিল নায়েকের বক্তৃতা থেকে। তাদের অনুপ্রাণিত হওয়ার কথা প্রকাশ্যে আসার পরই ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর স্ক্যানারে রয়েছে জাকির নায়েক। ফলে বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে নায়েকের পিস টিভির সম্প্রচার। এদিকে, গুলশান হামলার পর প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে জাকির নায়েক বলেন, ‘আমি মিডিয়া ট্রায়ালের শিকার। আমি শুনেছি আমার বিরুদ্ধে নাকি একাধিক অভিযোগ এনেছে ভারতীয় মিডিয়া। আমি এসবে ভয় করি না। ভারত সরকারের পক্ষ থেকে আমার সঙ্গে একবারও যোগাযোগ করা হয়নি? তাই মিডিয়ার বিচারের জন্য আমি ভারতে ফিরব না।’
×