ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেশের ৬৪ জেলায় ই-শপ খোলা হবে

প্রকাশিত: ০৮:২৪, ১ আগস্ট ২০১৬

দেশের ৬৪ জেলায়  ই-শপ খোলা  হবে

স্টাফ রিপোর্টার ॥ ই-কমার্স প্ল্যাটফর্মের সুবিধা গ্রামের মানুষের হাতে পৌঁছে যাচ্ছে। তথ্যপ্রযুক্তি বিভাগ রবিবার থেকে চালু করেছে ‘ই-শপ’। দেশের ৬৪ জেলায় একটি করে ই-শপ খোলা হবে। স্থানীয় উদ্যোক্তা ও তাদের পণ্যের তালিকা থাকবে ওই সব ই-শপে। ই-শপ যুক্ত থাকবে একটি কেন্দ্রীয় ই-কমার্স ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে পণ্য কেনাবেচা হবে। ফলে এক অঞ্চলের ব্যবসায়ী মধ্যস্বত্বভোগীদের ছাড়াই সরাসরি অন্য অঞ্চলের ব্যবসায়ীর কাছে পণ্য বিক্রি করতে পারবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ই-শপের কর্মসূচীর উদ্বোধন করেন।
×