ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর দুই ঘাতক গ্রেফতার ॥ স্বীকারোক্তি

প্রকাশিত: ০৪:৩৫, ১ আগস্ট ২০১৬

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর দুই ঘাতক  গ্রেফতার ॥  স্বীকারোক্তি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩১ জুলাই ॥ দেবীদ্বারে ছুরিকাঘাতে সানজিদা আক্তার নামে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে খুন করার তিন মাস ১১ দিন পর কাউছার ও সালাউদ্দিন নামের দুই ঘাতককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার দুপুরে ঘাতকদের মধ্যে কাউছার আদালতে হত্যাকা-ের দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে। অপর ঘাতক সালাউদ্দিন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। দেবীদ্বার উপজেলা সদরের পূর্বাশা আবাসিক এলাকার ‘ক্ষণনিবাস’ নামের একটি বাসায় গত ১১ এপ্রিল সকালে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, সানজিদার লুণ্ঠিত মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে শনিবার দেবীদ্বার উপজেলা সদর থেকে পৌর এলাকার ফতেহাবাদ গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে কাউছারকে আটক করে তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিমতে গভীর রাতে দেবীদ্বারের শিবনগর গ্রামের আবদুল মালেক সরকারের ছেলে সালাউদ্দিন সরকারকে আটক করা হয়। রবিবার দুপুরে তাদের দু’জনকে কুমিল্লার ৪নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব কুমার দেবনাথের আমলী আদালতে হাজির করা হয়। এ সময় আটক কাউছার ঘটনার দায় স্বীকার করে জড়িতদের নাম প্রকাশ করে চাঞ্চল্যকর জবানবন্দী দেয়।
×