ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পানি কিছুটা কমলেও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

প্রকাশিত: ২২:৫২, ৩১ জুলাই ২০১৬

পানি কিছুটা কমলেও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনো জেলার ৫টি উপজেলার ৩৩টি ইউনিয়েন শতাধিক গ্রাম বন্যা কবলিত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি ৪ সেন্টিমিটার কমে রবিবার দুপুরে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি কমলেও অভ্যন্তরীন নদীগুলোর পানি বাড়ছে। করতোয়া, বড়াল, হুরাসাগর, ধলাই, চাকলাই নদীর পানি বৃদ্ধি পাবার কারনে এখনো নদী এলাকার গ্রাম গুলো বন্যায় ডুবে রয়েছে। জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা ওয়ালি উদ্দিন জানান, সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় ৩৩টি ইউনিয়নের প্রায় শতাধীক গ্রামের কমপক্ষে সাড়ে ১৫ হাজার পরিবারের লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়েছে। এ পর্যন্ত জেলার ৫টি উপজেলার বন্যা কবলিতদের মাঝে ৪শ মেট্রিকটন চাল ও ১৩ লক্ষ টাকা বিতরন করা হয়েছে।
×