ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোন্ কালো হাতের ইশারায় মিতু হত্যা- আজও রহস্যের জট খুলল না

প্রকাশিত: ০৬:০৬, ৩১ জুলাই ২০১৬

কোন্ কালো হাতের ইশারায় মিতু হত্যা- আজও রহস্যের জট খুলল না

মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর চাঞ্চল্যকর হত্যাকা-ের ঘটনার নেপথ্যে যে বা যাদের কালো হাত ছিল তা ৫৫ দিন অতিবাহিত হওয়ার পরও রহস্যঘেরা রয়ে গেল। পাশাপাশি এসপি বাবুল আক্তার চাকরিতে আছেন কি নেই তা যেমন স্পষ্ট নয় তেমনি ঘটনার নেপথ্যে তার হাত থাকলে কেন তাকে আইনের আওতায় আনা হচ্ছে না, আর না থাকলে কেন তিনি কর্মক্ষেত্রে যোগ দিচ্ছেন না; সবই রহস্যঘেরা হয়ে আছে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক চট্টগ্রামে এসে বলেছেন বাবুল আক্তার চাকরিতে যোগ দিচ্ছেন না কেন তা তার জানা নেই। অপরদিকে, মিতু হত্যাকে কেন্দ্র করে দুটি মামলা হয়Ñএকটি হত্যা ও অপরটি অস্ত্র আইনে। ইতোমধ্যেই অস্ত্র আইনে মামলার চার্জশীট প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার এসআই মহিম উদ্দিন আদালতে প্রদত্ত চার্জশীটে উল্লেখ করেছেন-হত্যাকা-ে অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা ওরফে ভোলাইয়্যা ও রিক্সাচালক মনির হোসেন এ ঘটনায় জড়িত। এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিতু হত্যাকা-ে অস্ত্র মামলায় চার্জশীট প্রদান করার পর হত্যাকা- সংক্রান্ত ঘটনায় চার্জশীট কখন দেয়া হচ্ছে তা নিশ্চিত নয়। কেননা, এই মামলার মূল আসামি মুসাকে খুঁজে পাওয়া যায়নি এখনও। হত্যাকা-ে যে ৭ সদস্য অংশ নিয়েছিল তাদের মধ্যে মুসা ছাড়া বাকি সকলেই ধরা পড়েছে। দুজন বন্দুকযুদ্ধে মারা গেছে। সবুজায়নে সৌন্দর্য উত্তরা রাজউক স্কুল এ্যান্ড কলেজের ৯তলা ভবনের ছাদে কর্তৃপক্ষ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেছেন। এসব বৃক্ষ শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হলেও এগুলো সৌন্দর্য, ফুল ও ফল সবই দিচ্ছে। এখানের একটি কলা গাছে এক কাঁদি কলা ধরেছে। কর্তৃপক্ষের সবুজায়ন পদক্ষেপে প্রতিষ্ঠানটির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ছবি নিজস্ব আলোকচিত্রীর। আহা কী আনন্দ! রাজধানীর রমনা পার্কের চিলড্রেন রাইডিং এরিয়ায় দোলনায় দোল খাচ্ছে দুটি শিশু। এই শিশু দুটি দোল খাওয়ার আনন্দে উল্লসিত। পরিবারের বড়দের সঙ্গে সবুজ-সুন্দর মনোরম পরিবেশে আসতে পেরে ওরা খুবই খুশি হয়েছে। কর্ম-ব্যবস্ততার ফাঁকে শিশুদের বিনোদন দেয়ার সুযোগ থাকলে বড়দের তা গ্রহণ করা উচিত। এতে ওদের চিন্তা ও কর্মশক্তি বৃদ্ধি পায়। ওরা আরও বেশি কর্মক্ষম হতে পারে। ছবি নিজস্ব আলোকচিত্রীর।
×