ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সঙ্কট

প্রকাশিত: ০৪:০৮, ৩০ জুলাই ২০১৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ওষুধ সঙ্কট

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৯ জুলাই ॥ বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৫ দিন যাবত রোগীদের দেয়া হচ্ছে শুধু প্যারাসিটামল। এতে প্রতিদিন দুই শ’ রোগীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা যায়, উপজেলা হাসপাতালটির নামমাত্র চিকিৎসাসেবা চললেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে হাসপাতাল থেকে রোগীরা ওষুধ না পাওয়ায়। চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, শরীর ব্যথা, কান পঁচা, ডায়রিয়া, পেটে সমস্যাসহ সর্বরোগের চিকিৎসার জন্য শুধু দেয়া হচ্ছে প্যারাসিটালম, আয়রন ট্যাবলেট, এন্টাসিড। সব চিকিৎসার ব্যবস্থাপত্র লিখে দেয়া হচ্ছে এবং বাজারের ওষুধের দোকান থেকে কেনার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীদের যাতায়াতে প্রায় ৫০-৬০ টাকা লেগে যায়। আর সব রোগের চিকিৎসার জন্য দিচ্ছে ৭-৮ টাকা মূল্যের এক পাতা প্যারাসিটামল। সব রোগের একই ওষুধ দেয়ায় আর দামী দামী ওষুধের ব্যবস্থাপত্র লিখে দেয়ায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। উপজেলার কাশিল ইউনিয়নের নাকাছিম গ্রাম থেকে ওষুধ নিতে আসা মোর্শেদা আক্তার বলেন, আমার হাতে প্রচুর ব্যথা, এ কারণে হাসপাতালে এসেছিলাম। হাসপাতাল থেকে শুধু প্যারাসিটামল দিয়েছে। আর ডাক্তার আরও কয়েকটি ওষুধের ব্যবস্থাপত্র লিখে দিয়েছেন। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের আদাজান গ্রাম থেকে চোখে ব্যথা নিয়ে আসা হাজিরা বেগম বলেন, প্যারাসিটামল ও ব্যবস্থাপত্র দিয়েছে। বাসাইল পৌর শহর থেকে আসা তুলি আক্তারের ভাগে পড়েছে আয়রন ট্যাবলেট। ডাক্তারের দেয়া ব্যবস্থাপত্র হাতে নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, প্রায় ১৫ দিন যাবত হাসপাতালে প্যারাসিটামল, আয়রন ট্যাবলেট ও এন্টাসিড ছাড়া অন্য কোন ওষুধ নেই। মূলত স্টোরকিপারের গাফিলতির কারণেই ওষুধের সঙ্কট পড়েছে। ওষুধ সঙ্কটের বিষয়ে হাসপাতালের স্টোরকিপার সোহেল রানা বলেন, স্টোর রুমে জায়গা সঙ্কুলান না হওয়ায় ওষুধ আনা যাচ্ছে না। এ ব্যাপারে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেফালী খাতুন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বর্ষার পানিতে কয়েকটি গ্রামের কমিউনিটি ক্লিনিক পানিতে ডুবে যাওয়াতে সেখানকার ওষুধ হাসপাতালের স্টোর রুমে রাখা হয়েছে। এজন্য নতুন অর্থবছরের বরাদ্দকৃত ওষুধ এখনও আনা হয়নি।
×