ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওয়ালটন হকিতে চ্যাম্পিয়ন নান্না দা ফাইভ

প্রকাশিত: ০৬:১৯, ২৮ জুলাই ২০১৬

ওয়ালটন হকিতে চ্যাম্পিয়ন নান্না দা ফাইভ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন মীর্জা ফরিদ স্মৃতি হকি আম্পায়ার্স টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নান্না দা হকি ফাইভ। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে নান্না দা হকি দল ৬-৪ গোলে মীর সাবের আলী হকি দল কে পরাজিত করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এফএম ইকবাল বিন আনোয়ার ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা লিমিটেডের চেয়ার-ম্যানের উপদেষ্টা কর্নেল মীর মোতাহার হাসান (অব.)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউলাহ, শফিউলাহ মনির, হাজী মনোয়ার হোসেন ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল নান্না দা হকি ফাইভ প্রাইজমানি হিসেবে ১৬ হাজার ও রানার্সআপ মীর সাবের আলী হকি ফাইভ ৮ হাজার টাকা পায়। এছাড়া চ্যাম্পিয়ন দলকে একটি ওয়ালটন রেফ্রিজারেটর উপহার দেয়া হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হন মীর সাবের আলী হকি দলের খেলোয়াড় মাহবুবুল হক মিতু এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন আব্দুস সামাদ মামুন। বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি, স্বনামধন্য হকি সংগঠক মীর্জা ফরিদ আহমেদ মিলু ২০১৫ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। প্রয়াত এই সংগঠকের নামে ২০ জুলাই থেকে শুরু হয় এই আসর। এবারের টুর্নামেন্টে ৬ দল অংশ নেয়। দুটি গ্রুপে বিভক্ত করে অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের খেলা। সেখান থেকে চার দল উঠে সেমিফাইনালে। এরপর সেমি পেরিয়ে ফাইনাল ম্যাচ হয়। টুর্নামেন্টের ‘ক’ গ্রুপে ছিল আব্দুল মালেক চুন্নু হকি ফাইভ, শেখ নুরুল ইসলাম হকি ফাইভ ও মীর সাবের আলী হকি ফাইভ। ‘খ’ গ্রুপে ছিল সাব্বির ইউসুফ হকি ফাইভ, নান্না দা হকি ফাইভ ও নাজিম উদ্দিন মোল্লা হকি ফাইভ।
×