ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তিস্তার স্রোতে ভেসে গেছে ৫০ বাড়ি

প্রকাশিত: ০৪:৩৭, ২৮ জুলাই ২০১৬

তিস্তার স্রোতে ভেসে গেছে ৫০ বাড়ি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ৮৮, ৯৬ ও ২০০৭ সালের চেয়েও সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করছে ডিমলা ও জলঢাকার দুই উপজেলার লাখো মানুষ। উজানের লাগামহীন ঢলের পানি অব্যাহতভাবে ধেয়ে আসায় সার্বিক বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি হয়ে চলেছে। স্রোতের টানে ভেসে যাচ্ছে ঘরবাড়ি। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পাকা ও কাঁচা সড়ক ডুবে বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অনেক পরিবার যুদ্ধ করে চরের ভেতর টিকে থাকার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে বসতঘর ভেঙ্গে নৌকাযোগে চলে আসছে তিস্তার বাঁধে। মঙ্গলবার নতুন করে তিস্তার বাঁধে আরও ৬৫ পরিবার এসে আশ্রয় নিয়েছে। এ নিয়ে তিস্তার বাঁধে এক হাজার পরিবার আশ্রয় নিল। ডিমলা উপজেলার একতারচর গ্রামে তিস্তা নদীর উথাল পাথাল ঢেউয়ে গত ২৪ ঘণ্টায় প্রবল স্রোতের টানে বিধ্বস্ত হয়েছে অর্ধশত ঘরবাড়ি ভেসে গেছে। রাস্তা, গুচ্ছগ্রাম ও বাঁধে আশ্রিতদের সংখ্যা বাড়ছে। তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে মঙ্গলবার বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচে থাকলেও ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা তীরের ১৬ গ্রামের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহ অব্যাহত রয়েছে। ওই সব গ্রামের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, হাটবাজার বলতে কিছুই নেই। ডিমলা উপজেলার পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, খালিশাচাঁপানী, ঝুনাগাছচাঁপানী ও গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার গোলমু-া ও ডাউয়াবাড়ি ইউনিয়নের তিস্তা অববাহিকার লাখো মানুষজন বন্যাকবলিত। ইস্টার্ন ভার্সিটিতে প্রোগ্রামিং কনটেস্ট সমস্যা সমাধান ও প্রোগ্রামিং-এ দক্ষতা বিকাশের লক্ষ্যে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে বুধবার ইউনিভার্সিটি প্রাঙ্গণে আয়োজিত হয় ২৮তম বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট। অন্তঃ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজিত দিনব্যাপী এ কনটেস্টে অংশগ্রহণের জন্য প্রোগ্রামিং ও সমস্যা সমাধানে আগ্রহী ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ কায়কোবাদ, ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আব্দুর রব, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আব্দুল হান্নান চৌধুরী, ই এ্যান্ড টি ফ্যাকাল্টির প্রধান প্রফেসর ডঃ মুর্তজা আলি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারপার্সন ডঃ মাহফুজুর রহমান। -বিজ্ঞপ্তি।
×